এক্সপ্লোর
Advertisement
'ওরা নীতীশ দেখেছে, মমতা দেখেনি', কমিশনকে আক্রমণ মদনের
কলকাতা: নেত্রীর সুরে এবার নির্বাচন কমিশনকে আক্রমণ সারদা কেলেঙ্কারিতে জেলবন্দি তৃণমূল নেতা মদন মিত্রেরও!
ভোট-পর্বের শুরু থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত। এমনকী, চতুর্থ দফার ভোট তো মৃত্যু পর্যন্ত দেখেছে! বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগে আঙুল উঠেছে শাসকদলের দিকে। এতকিছু সত্বেও, সেই দলেরই জেলবন্দি নেতা, শুক্রবার যাবতীয় হিংসার দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে! এখানেই থামেননি কামারহাটির তৃণমূল প্রার্থী। ব্যঙ্গের আড়ালে, দোষারোপের সঙ্গে জুড়ে দিয়েছেন হুঁশিয়ারির সুরও! বলেছেন, নীতীশ দেখেছে, মমতা দেখেনি।
বিরোধীদের অবশ্য বক্তব্য, মদনের এ পথ তো মমতারই দেখানো! রানাঘাটের সভায় মমতা বলেছিলেন, যাকে বদলি করছো তারাও আমার পরিবারের। যাকে আনছো, তারাও আমার পরিবারের। বদলাতে বদলাতে তুমি চইলা যাও। কিচ্ছু হবে না। এরপর সিউড়িতে তৃণমূলনেত্রী বলেছিলেন, আমাকে নির্বাচন কমিশন শোকজ। ইঞ্চি ইঞ্চি বলেছি বলে। বেশ করেছি বলেছি। হাজারবার বলব।
কিন্তু, ভোট শেষের পর আচমকা কেন মদনের এই কমিশন-আক্রমণ? বিরোধীদের দাবি, নিজের কেন্দ্র কামারহাটিতে ভোটের আগের দিন কৌশলে জেল থেকে হাসপাতাল যাওয়ার চেষ্টা করলেও, শেষপর্যন্ত তা করতে পারেননি মদন মিত্র। এমনকি ভবানীপুরে ভোটের আগের দিন জেল থেরে হাসপাতালে যেতে সক্ষম হলেও, তাঁর উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে কমিশন। সেই হতাশা থেকেই মদনের এই আক্রমণ বলে দাবি বিরোধীদের।
বিরোধীরা কটাক্ষ করে বলছে, জেলে থাকলেও, তিনি যে মমতারই পদাঙ্ক অনুসরণ করছেন, কমিশনকে আক্রমণ করে ফের সেটাই বোঝানোর চেষ্টা করলেন মদন মিত্র।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement