এক্সপ্লোর
Advertisement
'চাইছি ঋণ', কংগ্রেস-গড় মুর্শিদাবাদে ভোট-আবেদন মমতার
মুর্শিদাবাদ: ভিক্ষে নয়, ঋণ হিসেবে তৃণমূলকে ভোট দিন। ফের সুর নরম করে মুর্শিদাবাদের জলঙ্গির সভায় আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কান্দির সভা থেকে ফের সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা তৃণমূলনেত্রীর।
'কংগ্রেস-সিপিএমের জমিদারি ভেঙে দিন, ভিক্ষা নয়, চাইছি ঋণ, জোড়াফুলে ভোট দিন।' অধীর চৌধুরীর খাসতালুকে দাঁড়িয়ে শনিবার এভাবেই ভোট চাইলেন তৃণমূলনেত্রী। যা দেখে কংগ্রেস-সিপিএম কটাক্ষ করে বলছে, সারদা-নারদ থেকে উড়ালপুল বিপর্যয় - একের পর এক ঘটনায় অস্বস্তিতে শাসক দল। তাই চাপে পড়ে এখন সুর নরম করতে বাধ্য হচ্ছেন তৃণমূলনেত্রী!
এ প্রসঙ্গে ৫ এপ্রিল মুর্শিদাবাদের ডোমকলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে মনে করিয়ে দিচ্ছে তারা।
যেখানে তিনি বলেছিলেন, কাজটা যদি করাতে হয় কাকে দিয়ে করাব? কংগ্রেস-সিপিএমকে দিয়ে করাব না। হুমায়ুন জিতলে, তবেই হবে।
শনিবার মুর্শিদাবাদের কান্দিতেও সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের সরাসরি আক্রমণ করেন নরেন্দ্র মোদীকে। বলেন, নরেন্দ্রবাবু বলছেন উন্নয়ন দেখতে পাচ্ছি না। ওনার চোখে ছানি হয়েছে। এখানে ছানি কাটানোর হাসপাতাল করে দেব। বিজেপির হাজার হাজার কোটি খরচ করে। আসে কোথা থেকে? কোন দলের কত টাকা বের করুন। নরেন্দ্রবাবু, নিজের দল থেকে শুরু করুন।
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ফের কার্যত বুঝিয়ে দেন, সারদা কেলেঙ্কারিতে দলীয় অভিযুক্তদের পাশেই তিনি আছেন। তৃণমূলনেত্রী বলেন, সিপিএমের আমলে সারদার বাড়বাড়ন্ত। ক্ষমতা থাকলে, প্রমাণ করুন, আমাদের কেউ টাকা নিয়েছে কিনা। দিল্লির ভয় পাইনা। প্রধানমন্ত্রী বলছেন আমি চোর। তুমি বললে আর আমি চোর হয়ে গেলাম! আমাকে জেলে পাঠান। দেখবেন মানুষ কীভাবে জেতাবেন।
কংগ্রেস-সিপিএমের দাবি, এ সবই মমতার কৌশল। সংখ্যালঘু ভোটব্যাঙ্কের দিকে তাকিয়েই এখন মোদীকে নিশানা করে সুর চড়াচ্ছেন। বোঝাতে চাইছেন, তিনি কতটা বিজেপি-বিরোধী।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement