এক্সপ্লোর
‘মুখ ফসকে’ বাম প্রার্থীদের জয়ী করার আর্জি চন্দ্র বসুর, অপ্রস্তুত বিজেপি

কলকাতা: এক মালায় বাম-কংগ্রেস সমঝোতার দুই কারিগর বুদ্ধদেব ভট্টাচার্য ও রাহুল গাঁধী!জোটের সবচেয়ে বড় এই বিজ্ঞাপন সামনে আসার পরই কোমর বেঁধে আসরে নেমে পড়ল বিজেপি। বৃহস্পতিবার বাম-কংগ্রেস জোটের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন পদ্ম শিবিরের নেতারা।পার্কসার্কাসে গতকালের সভার প্রসঙ্গ টেনে সিপিএম-কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ। বিজেপি নেতৃত্ব যেদিন বাম-কংগ্রেসকে নিশানা করছে, তার আগের দিনই অবশ্য দলকে চরম বিড়ম্বনার মধ্যে ফেলেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী চন্দ্র বসু। ভরা সভায় দলীয় নেতৃত্বের সামনেই বুধবার তিনি বামপন্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। দলের প্রার্থীর মুখে এরকম মন্তব্য শুনে হতবাক হয়ে যায় সভায় উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকরা। চরম অপ্রস্তুতে পড়ে যান মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা। যদিও, এদিন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ ব্যাখ্যা দেন, মুখ ফসকে ওই কথা বলে ফেলেছিলেন চন্দ্র বসু।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















