Locket Chatterjee: ফুল ও মিষ্টি দিয়ে পুজো, প্রবীণকে প্রণাম ; রবিবাসরীয় জনসংযোগে খামতি রাখলেন না লকেট
Lok Sabha Election 2024 : নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবারে হুগলি লোকসভা কেন্দ্রে দুই তারকা প্রার্থীর প্রচারে জমে ওঠে।
সোমনাথ মিত্র, মানকুণ্ডু : প্রচারের ময়দানে কেউ কাউকে একচুল ছাড়তে রাজি নন ! আর নির্বাচনী প্রচারের সেরা দিন যে রবিবার তা বিলক্ষণ জানেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। আজ চন্দননগর বিধানসভার অন্তর্গত মানকুণ্ডু স্টেশন সংলগ্ন শীতলা মায়ের পুজোয় উপস্থিত হলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সারলেন প্রণামও। পাশাপাশি সেখান থেকে কিছুটা দূরে মানকুণ্ডু পশ্চিমপাড়া এলাকায় শীতলা মাতার মন্দিরেও উপস্থিত হন সাংসদ। সেখানেও শীতলা মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। মন্দিরে ফুল ও মিষ্টি দিয়ে পুজো দেন লকেট। পুজো দেওয়ার পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকা ও স্টেশন রোড এলাকায় জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী। পথচলতি মানুষ, দোকানদার, টোটো চালক, টোটো যাত্রীদের সঙ্গে হাতে মিলিয়ে জনসংযোগ করেন। মন্দির চত্বরে অগণিত ভক্তের সঙ্গে হাত মেলান লকেট। পাল্টা ফুলের তোড়া দিয়ে বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানান অনেকে। এক প্রবীণ ব্যক্তিকে লকেট চট্টোপাধ্যায়ের মাথায় হাত দিয়ে আর্শীবাদ করতে দেখা যায় যায় মানকুণ্ডু এলাকায়।
নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবারে হুগলি লোকসভা কেন্দ্রে দুই তারকা প্রার্থীর প্রচারে জমে উঠল।
গতকাল সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের পর আজ পান্ডুয়ার সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। কালীমন্দিরে পুজো দেওয়ার পর হুডখোলা গাড়িতে চেপে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। রচনার হাতে ফুলের তোড়া তুলে দেন উপস্থিত জনতা। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের প্রচুর উৎসাহ ছিল সেলিব্রেটি প্রার্থীকে নিয়ে। আজ পাণ্ডুয়া ব্লকে রচনা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি ছিল।
গত ১০ মে কলকাতার ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভায় রচনার নাম ঘোষণা হয় প্রার্থী হিসেবে। তার পর শনিবার প্রথম হুগলিতে পা রাখেন রচনা। ডাকাত কালীর কাছে পুজো দিয়ে প্রচার শুরু করেন। (Rachna Banerjee)
শনিবার হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেন রচনা। এদিন সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালী মন্দিরে উপস্থিত হন তৃণমূলের তারকা প্রার্থী। অভিনেত্রীকে দেখতে তখন ভিড় উপচে পড়ছে মন্দির চত্বরে। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে রচনাকে স্বাগত জানান সকলে। সেই আবহেই মন্দিরে প্রবেশ করেন রচনা। নিষ্ঠাভরে অংশ নেন পুজো এবং আরতি। পুজো নিবেদন করেন দেবীমূর্তির পায়ে। (Hooghly News)