![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pawan Singh: বাংলা থেকে সরে দাঁড়ানোর পর নির্দল হিসেবে মনোনয়ন, ভোজপুরি তারকা পবনকে বহিষ্কার করল BJP
Lok Sabha Elections 2024: বেশ কিছুদিন ধরেই পবনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল।
![Pawan Singh: বাংলা থেকে সরে দাঁড়ানোর পর নির্দল হিসেবে মনোনয়ন, ভোজপুরি তারকা পবনকে বহিষ্কার করল BJP BJP expels Bhojpuri actor star Pawan Singh after he filed nomination against NDA Candidate days after stepping back from Asansol Pawan Singh: বাংলা থেকে সরে দাঁড়ানোর পর নির্দল হিসেবে মনোনয়ন, ভোজপুরি তারকা পবনকে বহিষ্কার করল BJP](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/217ced63d8530547b0ef24fa0ad6c0391716357084689338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিতর্কের মুখে পড়ে বাংলার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই থেকেই বিজেপি-তে তাঁকে নিয়ে টনাপোড়েন চলছিল বলে খবর। এবার ভোজপুরি তারকা পবন সিংহকে বহিষ্কার করল বিজেপি। বিহারের কারাকাট থেকে সম্প্রতি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পবন। বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের প্রার্থী উপেন্দ্র কুশওয়াহার বিরুদ্ধে সেখানে নির্বাচনে লড়ছেন পবন। আর তাতেই পবনকে বহিষ্কার করল বিজেপি। (Pawan Singh)
বেশ কিছুদিন ধরেই পবনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। সেই আবরহে গত ৯ মে কারাকাট থেকে মনোনয়নপত্র জমা দেন পবন। এর পর বুধবার পবনকে বহিষ্কারের কথা জানায় বিজেপি। বিজেপি জানিয়েছে, লোকসভা নির্বাচনে NDA প্রার্থী উপেন্দ্র কুশওয়াহার বিরুদ্ধে পবন লড়াই করছেন, যা দলবিরোধী কাজ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই রাজ্যে দলের সভাপতি সম্রাট চৌধরির নির্দেশে পবনকে বহিষ্কার করা হল। (Lok Sabha Elections 2024)
বিজেপি-র সিদ্ধান্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া না জানালেও, তাৎপর্যপূরণ ভাবে এদিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নবজাগরণ এবং সমাজ সংস্কারের জনক, ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়কে শ্রদ্ধা অর্পণ করেন পবন। তিনি লেখেন, 'সমাজ সংস্কারক, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাকা, মহান দার্শনিক রাজা রামমোহন রায়কে জন্মবার্ষিকীতে কোটি কোটি প্রণাম জানাই'। পবনকে বিজেপি বাংলায় প্রার্থী করায়, বাংলার সঙ্গে তাঁর ভাবমূর্তি খাপ খায় না বলে দাবি উঠেছিল। দল থেকে বহিষ্কৃত হয়ে সেই বাংলার যুগপুরুষকেই জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন পবন।
भारतीय जनजागरण और सुधार आंदोलन के प्रेणता,
— Pawan Singh (@PawanSingh909) May 22, 2024
महान समाज सुधारक ब्रह्म समाज के संस्थापक,
महान दार्शनिक व चिंतक राजा राम मोहन राय जी की जयंती पर उन्हें मेरा कोटि कोटि नमन। pic.twitter.com/DgyZ8tn0C1
অতি সম্প্রতিই কারাকাট থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা করেন পবন। তবে বিজেপি-র টিকিটে নয়, নির্দল প্রার্থী হিসেবে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। পবনের এই আচরণে ক্ষুণ্ণ হন বিজেপি-র রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। পবন কারাকাটে প্রার্থী হওয়ায়, বিহারে এই মুহূর্তে 'হট সিটে' পরিণত হয়েছে কারাকাট আসনটি। আগামী ২৫ মে কারাকাটে উপেন্দ্রর হয়ে সভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার আগেই বহিষ্কার করা হল পবনকে।
আরও পড়ুন: Sujan Chakraborty: 'ভগবানের চাইতে বড় ভগবান, এত অসভ্যতা এবং পাপ কখনও সহ্য হবে না', আক্রমণ সুজনের
এর আগে, চলতি লোকসভা নির্বাচনে পবনকে বাংলার আসানসোলে প্রার্থী করেছিল বিজেপি। সেখানে তৃণমূলের শত্রুঘ্নর বিরুদ্ধে লড়াইয়ের কথা ছিল পবনের। কিন্তু 'যৌনগন্ধী' এবং 'অশ্লীল' গান গাওয়া নিয়ে তাঁকে আক্রমণ করতে নেমে পড়ে তৃণমূল। শুধু তৃণমূলই নয়, বাংলায় বিজেপি-র অন্দর খথেকেও পবনকে নিয়ে আপত্তি শোনা যায়। এর পরই আসানসোল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পবন।
সেই সময় পবন জানিয়েছিলেন, দল বিশ্বাস করে তাঁদে প্রার্থী করলেও, কিছু কারণ হেতু আসানসোল থেকে নির্বাচনে লড়তে পারবেন না তিনি। এর পর ১০ দিনও কাটেনি, সোশ্যাল মিডিয়ায় কারাকাট থেকে নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেন পবন। তিনি জানান, জনতা জনার্দন এবং মাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে নির্বাচনে লড়বেন তিনি। সকলের সহযোগিতাও প্রার্থনা করেন তিনি। তবে তাঁর সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি বিজেপি-র। দল থেকে বহিষ্কার করা হল তাঁকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)