BJP Kolkata Rally: টিএমসি মানে টাকা মারো কোম্পানি, কটাক্ষ সায়ন্তনের
ব্রিগেডের মঞ্চ থেকে কটাক্ষ করেন সায়ন্তন বসু
কলকাতা: টিএমসি মানে টাকা মারো কোম্পানি। ব্রিগেডের মঞ্চ থেকে কটাক্ষ করেন সায়ন্তন বসু। এদিন মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বিষয় নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন সায়ন্তন বসু। তিনি বলেন, চাকরির নামে প্রতারণা করছে তৃণমূল। এবার পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। শুধু তাই নয়, মোদি দিচ্ছে টাকা দিদি নিচ্ছে কমিশন বলেও অভিযোগ করেন তিনি।
আজ ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডের মঞ্চে বড় চমক অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ ব্রিগেডে যোগ দিলেন তিনি। সকালে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। শুধু ব্রিগেডেই প্রধানমন্ত্রী, অমিত শাহ ও জে পি নাড্ডার ৩ হাজার কাট আউট লাগানো হয়েছে। থাকছে ২০টি জায়ান্ট স্ক্রিন।
আজ, নরেন্দ্র মোদি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ২০ মিনিটে। ১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি। ১টা ৪৫ মিনিটে নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে। দুপুর ২টো নাগাদ পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেড কর্মসূচি সেরে বিকেল ৩টে ৪৫ মিনিটে আবার কলকাতা বিমানবন্দর। সেখান থেকে সোজা দিল্লি।