তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য, তথাগত রায়কে দিল্লিতে তলব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের
নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন বিজেপি নেতা।
কলকাতা: দলের তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর এবার তথাগত রায়কে দিল্লিতে তলব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন বিজেপি নেতা। এর আগে বিধানসভা ভোটে দলের তারকা প্রার্থীদের পরাজয় নিয়ে ট্যুইটারে কটাক্ষ করেন তথাগত রায়। এরপর ফের বিজেপি নেতৃত্বকে নিশানা করেন তিনি। তারকাদের প্রার্থী নির্বাচন করা প্রসঙ্গে ট্যুইটে তথাগত রায় লেখেন, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা আর ফিটার মিস্ত্রির শংসাপত্র থাকা নেতৃত্বের কাছ থেকে এর বেশি কী আশা করা যায়। এরপরই তথাগত রায়কে দিল্লিতে ডেকে পাঠানো হয়।
একের পর এক বিস্ফোরক মন্তব্য। ভোটে ভরাডুবির পর, প্রকাশ্যে বিজেপির অন্দরে অন্তর্কলহ। দলীয় নেতৃত্বের সমালোচনায় মুখর তথাগত রায়। কখনও নিজের দলের তারকা প্রার্থীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য। ভোটের ফল ঘোষণা হওয়ার পরই এই ধারা অব্যাহত। এবার তাঁকে দিল্লিতে ডেকে পাঠাল দলের শীর্ষ নেতৃত্ব।
ভোটে বিপর্যয়ের পর মঙ্গলবার বিজেপি নেতা তথাগত রায় ট্যুইট করে বলেন, পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকোবিলাসে গিয়ে সেলফি তুলেছেন এবং হেরে হেরে ভূত হয়েছেন। বর্ষীয়ান বিজেপি নেতার এই বক্তব্যে জবাব দিয়েছেন পায়েল, শ্রাবন্তী, তনুশ্রীরা।
বিজেপি নেতার বক্তব্য, যারা নির্বাচন পরিচালনা করেছিলেন, তিনজন মানুষ তাদের মৌলিক ধারণা ই নেই। তারা কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ। এদের মৌলিক ধারণাই নেই বাঙালির সেন্টিমেন্ট সম্পর্কে। বাঙালি যে নিজের ভাষা সম্পর্কে কতটা স্পর্শকাতর।
যদিও, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যে সুর নরম তো দূরের কথা, উল্টে তা আরও চড়াতে চান, তা বুধবার ফের স্পষ্ট করে দিয়েছেন! শুধু তারকা প্রার্থীদের নয়, এবার সরাসরি তাঁর আক্রমণের নিশানায় ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতারা।
তিনি বলেন, আসল ব্যাপারটা হচ্ছে যারা ১০৯৮০-র দশক থেকে প্রাণপাত করে বিজেপির জন্য খেটেছে, এবং পার্টিটাকে দাঁড় করিয়েছে, তাদের চরম অপমান করা, সম্পূর্ণ ভাবে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখা, তৃণমূল থেকে হতভাগা বেনোজলকে টেনে এনে, তাদের পিছনে টাকা খরচ করে, তারপর একেবারে আমাদের চোখের সামনে কবর খোঁড়া হল। আজকের যে দল ভয়ঙ্করভাবে পর্যুদস্ত হল, তার মূল দোষটা হচ্ছে দলেরই। তৃণমূল থেকে আগতদের দিয়েই তো পার্টিটা হল। নির্বাচনটা তাদের নিয়েই হল। তাদের টিকিট পাইয়ে দেওয়া হল। রবীন্দ্রনাথ ভট্টাচার্য কয়েকঘণ্টা আগে পার্টিতে এলেন, তাঁকে টিকিট দেওয়া হল।