JP Nadda Resigns: রাজ্যসভা থেকে পদত্যাগ জেপি নাড্ডার! কেন সরলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি?
Parliament Election 2024: হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হয়েছিলেন তিনি। সেই পদ থেকে ইস্তফা দিলেন।
![JP Nadda Resigns: রাজ্যসভা থেকে পদত্যাগ জেপি নাড্ডার! কেন সরলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি? BJP President JP Nadda Resigns Rajya Sabha MP Position Ahead Lok Sabha Election 2024 JP Nadda Resigns: রাজ্যসভা থেকে পদত্যাগ জেপি নাড্ডার! কেন সরলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/902333cca1b94a2f423c4af26a1d370d1709565571284385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাজ্যসভার সদস্যের পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda)। তাঁর পদত্যাগ পত্র (JP Nadda Resigns) গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান। হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার (Rajya Sabha MP) সদস্য হয়েছিলেন তিনি।
BJP National President JP Nadda resigns from his position as Rajya Sabha MP and his resignation has been accepted by Rajya Sabha Chairman pic.twitter.com/Nvr8Pg1pFU
— ANI (@ANI) March 4, 2024
আগামী এপ্রিলে যে ৫৭ জন রাজ্য়সভার সদস্যের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে একজন ছিলেন জেপি নাড্ডা। সম্প্রতি গুজরাত থেকে রাজ্যসভার জন্য নির্বাচিত হয়েছেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। তারপরেই সোমবার তিনি হিমাচল প্রদেশের আসন থেকে পদত্যাগ করেছেন।
সম্প্রতি গুজরাত থেকে বিজেপির হয়ে জিতে রাজ্যসভায় গিয়েছেন জসবন্তসিং পারমার, ময়ঙ্ক নায়াক, গোবিন্দভাই ঢোলাকিয়া। এছাড়া জেপি নাড্ডা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাজ্যসভায় যাচ্ছেন।
জেপি নাড্ডা আদতে হিমাচল প্রদেশের। ২০১২ সাল থেকে ওই রাজ্যের প্রতিনিধি হিসেবেই রাজ্যসভায় গিয়েছেন তিনি। হিমাচল প্রদেশ থেকে যে আসনে রাজ্যসভায় ছিলেন জেপি নাড্ডা তার মেয়াদ ফুরোচ্ছে এপ্রিলে। ফলে ওই ফাঁকা আসনের জন্য হিমাচল প্রদেশ বিধানসভায় ভোটাভুটি হয়েছিল। সেখানেই ক্রসভোটিং হয়। সেখানে কংগ্রেসের দখলে থাকা হিমাচল প্রদেশের বিধানসভায় অপ্রত্যাশিত ভাবে জয়ী হয়ে যান বিজেপির প্রার্থী হর্ষ মহাজন। তিনি হারিয়ে দেন কংগ্রেসের প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে। ক্রসভোটিংয়ের কারণে ওই ভোটে টাই হয়েছিল, তারপর লটারিতে জিতেছিলেন বিজেপির প্রার্থী।
সামনেই লোকসভা (Lok Sabha Election 2024) নির্বাচন। সবেমাত্র প্রথম দফার প্রার্থী তালিকা বের করেছে বিজেপি। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে বহু দায়িত্ব পালন করতে হবে জেপি নাড্ডাকে। তার আগে গুজরাত থেকে রাজ্যসভায় তিনি। একদিকে আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব অন্যদিকে লোকসভা নির্বাচনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যেখানে ইতিমধ্যেই এনডিএ-এর জন্য় ৪০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর শুধু বিজেপির জন্য ৩৭০ আসন। বাংলাতেই ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)