Mamata Banerjee : 'ভুতুড়ে রাজনৈতিক দলের কাজ', অনলাইনে ভুয়ো ভোটার নথিভুক্তকরণ নিয়ে বিস্ফোরক মমতা
ABP Ananda LIVE : 'রাজ্যে নথিভুক্ত হচ্ছে ভুয়ো ভোটারের নাম'। '২৬-এর ভোটের আগে সরব তৃণমূল। অনলাইনে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের বিরোধী তৃণমূল, জানালেন শোভনদেব।চট্টোপাধ্যায়। এ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাবে তৃণমূল। 'ভুতুড়ে রাজনৈতিক দলের কাজ। অনলাইনে বিহারের ভোটারের নাম বাংলার তালিকায় নথিভুক্ত করছে। কেন অনলাইনে নথিভুক্তকরণ হবে ?', বিস্ফোরক মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধনের কাজ ডিএম, এডিএম-দের। আগে জানতেন না? কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
Aparajita Bill: ধর্ষণে কঠোর শাস্তির দাবি, অপরাজিতা বিল এখনও আটকে, দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল
অপরাজিতা বিল কার্যকর করাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সাড়া পড়ে যায় গোটা দেশে। এর পরই রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ পেশ হয়। বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই নিয়েই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। (Aparajita Bill)
বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের ১১ জনের প্রতিনিধিদল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন ছাড়া দলে তৃণমূলের নয়জন মহিলা সাংসদ। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, "বিজেপি-ও চায় কঠোর শাস্তি হোক। যেখানে সরকারই প্রমাণ লোপাট করছে, সেখানে কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব নয়।" (Droupadi Murmu)

















