Prashant Kishor on Election: 'ডবল ডিজিট ক্রস করবে না বিজেপি', ফলছে ভবিষ্যৎ বাণী; পুরনো টুইট পিন টু টপ প্রশান্ত কিশোরের
আর এদিন তাঁর কথা ফলতেই পুরনো টুইট পিন টু টপ-এ করে রাখলেন প্রশান্ত কিশোর
![Prashant Kishor on Election: 'ডবল ডিজিট ক্রস করবে না বিজেপি', ফলছে ভবিষ্যৎ বাণী; পুরনো টুইট পিন টু টপ প্রশান্ত কিশোরের 'BJP will not cross double digits', predict by Prashant Kishor Prashant Kishor on Election: 'ডবল ডিজিট ক্রস করবে না বিজেপি', ফলছে ভবিষ্যৎ বাণী; পুরনো টুইট পিন টু টপ প্রশান্ত কিশোরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/02/61396dd6b0b3293c0a466717d46360b0_original.gif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২০২০-র ডিসেম্বর, তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর লিখেছিলেন আসনের নিরিখে দু-ডিজিটও পার করতে পারবে না বিজেপি। ২০২১-এর ২ মে দুপুর ১টা পর্যন্ত গণনার হিসেব অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে ২০৭ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ৮১টি আসনে পেয়েছে বিজেপি। তাহলে কি তৃতীয় বারের জন্য ক্ষমতায় তৃণমূল? স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই।
আর এদিন প্রশান্ত কিশোরের ভবিষ্যবাণী ফলতেই পুরনো টুইট পিন টু টপ করে রাখলেন প্রশান্ত কিশোর।আবারও মনে করালেন পুরনো কথা। ২০২০, ২১ ডিসেম্বর টুইট করে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর লেখেন, "যাই হোক না কেন, বাংলায় ডবল ডিজিট ক্রস করতেই কসরত করতে হবে বিজেপিকে।" তিনি বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে এও লেখেন, "টুইটটি সেভ করে রাখুন, বিজেপি এর থেকে ভাল করতে আমি পেশা ছেড়ে দেব।"
For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
">
আর দিনের হিসেবও তেমনটাই বলছে। সকালে গণনা শুরুর দিকে দুই যুযুধান দল একে ওপরকে কড়া টক্কর দিলেও, বেলা বাড়তেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে এগিয়ে যাচ্ছে জোড়াফুল শিবির। বেলা ১১টা পর্যন্ত ১৯৩টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি এগিয়ে ছিল ৯৪টি আসনে। সংযুক্ত মোর্চা ৫টি আসনে এগিয়ে ছিল। ট্রেন্ডে কার্যত জায়গাই পেল না সংযুক্ত মোর্চা। শুরু থেকেই ২০২১-এ এপিসেন্টার ছিল নন্দীগ্রাম। যদিও সেখানে দুপুর ১ টার হিসেবেও পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এগিয়ে ভূমিপুত্র শুভেন্দু। তবে এখনও পর্যন্ত ১১ রাউন্ড গণনা বাকি নন্দীগ্রামে।
ট্রেন্ড আসতে শুরু করতেই রাস্তায় নেমেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সবুজ আবির মেখে চলছে বিজয় উল্লাস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)