CM Mamata Siliguri Speech LIVE: ভোটের আগে ওয়ান টু ওয়ান লড়াই, মোদিকে চ্যালেঞ্জ মমতার
CM Mamata Banerjee Siliguri Speech LIVE Updates: রবিবার যখন ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি, তখন প্রায় ৫৮০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে পদযাত্রার মধ্য দিয়ে পুরোদমে নির্বাচনের প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটবেন তৃণমূলনেত্রী।

Background
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। আজ মোদির ব্রিগেডের দিন, শিলিগুড়িতে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। আর, রবিবার যখন ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি, তখন প্রায় ৫৮০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে পদযাত্রার মধ্য দিয়ে পুরোদমে নির্বাচনের প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটবেন তৃণমূলনেত্রী।
CM Mamata Siliguri Speech LIVE: খেলা হবে? শিলিগুড়িতে প্রশ্ন করে বক্তব্য শেষ করলেন মমতার
খেলা হবে? জেতা হবে? দেখা হবে? শিলিগুড়িতে প্রশ্ন করে বক্তব্য শেষ করলেন মমতার
CM Mamata Siliguri Speech LIVE: রোজ রোজ মিথ্যে কথা মানুষ নেবে না, বললেন মমতা
রোজ রোজ মিথ্যে কথা মানুষ নেবে না। আগের বার বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। দিয়েছে? এবার বলতে এলে উল্টো দেবেন। ভোট দেবেন তৃণমূলকে। শিলিগুড়িতে বললেন মমতা।





















