Mamata Banerjee Falakata Rally:‘মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য’, জনসভায় নিজের লেখা কবিতা পাঠ মমতার
কোচবিহারের ফালাকাটায় তৃণমূলের নির্বাচনী জনসভায় নিজের লেখা কবিতা পাঠ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটার সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বললেন, আপনাদের নামে আমার লেখা একটা কবিতা উৎসর্গ করব।
ফালাকাটা: কোচবিহারের ফালাকাটায় তৃণমূলের নির্বাচনী জনসভায় নিজের লেখা কবিতা পাঠ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটার সভায় ভাষণ দিতে গিয়ে তিনি
বললেন, আপনাদের নামে আমার লেখা একটা কবিতা উৎসর্গ করব।
এরপরই তিনি তাঁর সেই কবিতা পাঠ করে শোনান---
‘মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য
মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ
মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি
তুমি যখন রাগ করো মা ভয়ে ভয়ে আসি
কখনও ভাবি ভয় পাব না, মা তো স্নেহ ভরা
ভুল করলেই ভয় পাই যে কখন পড়ব ধরা
জনম জনম মা যেন মোদের সাথেই থাকে
মার মুখ দেখেই জয় করব সারা জগৎটাকে, সারা বিশ্বটাকে।’
এদিনই নন্দীগ্রাম থেকে ভোটের প্রচারে নন্দীগ্রাম থেকে উত্তরবঙ্গে আসেন মমতা।এদিন উত্তরবঙ্গের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা বলেছেন, বিজেপি নেতারা সব ফাঁকা আওয়াজ দিচ্ছেন। নন্দীগ্রামে তিনি বেশ ভালোভাবেই জিতবেন। বাংলায় ক্ষমতায় ফিরবে তৃণমূলই।উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নেতারা দাবি করছেন, নন্দীগ্রামের ভোটের গতিপ্রকৃতি অনুযায়ী, মমতা হারতে চলেছেন। ওই আসনে জিতবেন শুভেন্দু। এদিনও অমিত শাহ মমতা নন্দীগ্রামে হারবেন বলে দাবি করেছেন। কিন্তু মমতা বিজেপির এই দাবিকে নস্যাৎ করে বলেছেন, বাংলায় অন্য কেউ নয়, তৃণমূলই সরকার গড়বে। তাঁর দাবি, প্রথম দুই দফার ভোট তৃণমূলের পক্ষে ভালো হয়েছে। ২০০ আসনই তাঁদের লক্ষ্য।
উত্তরবঙ্গে উন্নয়নের কাজে অবহেলার জন্য তিনি বিজেপিকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এতগুলি আসনে জিতেও বিজেপি উত্তরবঙ্গের জন্য কোনও কাজ করেনি। বরং তাঁর সরকার এখানে কোনও কাজ ফেলে রাখেনি। তাঁর অভিযোগ, বিজেপি ভোটের সময় বন্ধ চা বাগান খোলার প্রতিশ্রুতি দিলেও পরে তা পূরণ করেনি।মমতার অভিযোগ, উত্তরবঙ্গেও ভোটের জন্য বহিরাগত নিয়ে আসবে বিজেপি। তিনি বলেছেন, অসমে ভোট মিটলেই সেখান থেকে এখানে বহিরাগত নিয়ে আসবে বিজেপি।