Congress Candidates List 2021: আরও ৩৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
আরও ৩৯ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। শান্তিপুরে কংগ্রেস প্রার্থী রিজু ঘোষাল। বাদুড়িয়ায় কংগ্রেস প্রার্থী আব্দুস সাত্তার। নোয়াপাড়ায় কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার।
![Congress Candidates List 2021: আরও ৩৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের Congress releases list 39 candidates upcoming WB assembly elections 2021 Congress Candidates List 2021: আরও ৩৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/52eefef6e4084edb67df6c5d5a7a8f28_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আরও ৩৯ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। শান্তিপুরে কংগ্রেস প্রার্থী রিজু ঘোষাল। বাদুড়িয়ায় কংগ্রেস প্রার্থী আব্দুস সাত্তার। নোয়াপাড়ায় কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার। পানিহাটিতে কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার। ভবানীপুরে কংগ্রেস প্রার্থী সাদাব খান। রাসবিহারীতে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টেপাধ্যায়। চৌরঙ্গীতে কংগ্রেস প্রার্থী সন্তোষ কুমার পাঠক।
নাগরাকাটায় প্রার্থী সুখবীর সুব্বা। কালিম্পংয়ে দিলীপ প্রধান। ইসলামপুরে সাদিকুল ইসলাম। গোলপোখর মাসুদ নাসিম আহসান। কালিয়াগঞ্জে প্রভাস সরকার। কুমারগঞ্জের প্রার্থী নার্গীস বানু চৌধুরী। রতুয়ায় নাজিমা খাতুন। মোথাবাড়িতে প্রার্থী মহম্মদ দুলাল শেখ।
বৈষ্ণবনগরে আজিজুল হক। সামসেরগঞ্জে প্রার্থী মহম্মদ রেজাউল হক। রঘুনাথগঞ্জের প্রার্থী আব্দুল কাশীম বিশ্বাস। সাগরদীঘিতে শেখ হাসানৌজ্জমন। মুর্শিদাবাদে নিয়াজুদ্দিন শেখ। খড়গ্রামে বিপদতরণ বাগদি। রেজিনগরে কাফিরুদ্দিন শেখ। হরিহরপাড়ায় মির আলমগীর। নওদায় মোসারফ হোসেন মণ্ডল। কালিগঞ্জে আব্দুল কাশীম।
কৃষ্ণনগর উত্তরে প্রার্থী সিলভি সাহা। রানাঘাট উত্তর পশ্চিমে বিজয়েন্দ্র বিশ্বাস। বাগদায় প্রবীর কীর্তনিয়া। ভাটপাড়ায় ধর্মেন্দ্র সাউ। বরাহনগরে অমল কুমার মুখোপাধ্য়ায়। বসিরহাট দক্ষিণে অমিত মজুমদার। কলকাতা পোর্টে মহম্মদ মুক্তার। জোড়াসাঁকোর প্রার্থী জনাব আজমল খান। পূর্বস্থলী দক্ষিণে অভিজিৎ ভট্টাচার্য। দুর্গাপুর পশ্চিমে দেবেশ চক্রবর্তী। কুলটিতে কংগ্রেস প্রার্থী চণ্ডী দাস চট্টোপাধ্য়ায়। বারাবনীতে রণেন্দ্র নাথ বাগচী, সুরিতে প্রার্থী হয়েছেন চঞ্চল চট্টোপাধ্য়ায়। মুরারাইয়ের প্রার্থী মহম্মদ আসিফ ইকবাল।
পঞ্চম থেকে অষ্টম দফা পর্যন্ত নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এর আগে গত রবিবার ৩৪ আসনের প্রার্থী তালিকা দিল্লি থেকে ঘোষণা করে। তার মধ্যে ১৯ জনই ২০১৬-র নির্বাচনে জয়ী হয়েছিলেন। কার্যত অস্তিত্ব রক্ষার এবারের ভোটে, দলের সেই পুরনো রাজনৈতিক যোদ্ধাদেরই প্রার্থী করছে কংগ্রেস। দলবদলের মরশুমেও, যাঁরা মাটি কামড়ে, দল আঁকড়ে পড়ে রয়েছেন।
ওই প্রার্থী তালিকায় দেখা যায় চাঁপদানি থেকে ফের লড়বেন বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মাটিগাড়া নকশালবাড়ি থেকে ফের প্রার্থী করা হয়েছে, উত্তরবঙ্গের আরেক প্রবীণ ও দাপুটে নেতা শঙ্কর মালাকারকে। জলপাইগুড়ি থেকে ফের লড়ছেন বিদায়ী বিধায়ক তথা প্রাক্তন আইএএস অফিসার সুখবিলাস বর্মা। হাওড়ার আমতা থেকে ফের প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক তথা প্রবীণ কংগ্রেস নেতা অসিত মিত্র।
বহরমপুর থেকে কংগ্রেস ফের প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক তথা অধীর ঘনিষ্ঠ মনোজ চক্রবর্তীকে। লালগোলা থেকে এবারও প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনা।বীরভূমের হাসন থেকে ফের একবার কংগ্রেস দলের যুব মুখ মিলটন রশিদকে প্রার্থী করেছে। ফরাক্কা আসনে মইনুল হক ও মালদার সুজাপুর আসনে গণি খান চৌধুরীর ভাইপো ইশা খানকেও ফের প্রার্থী করেছে কংগ্রেস।এছাড়া দার্জিলিঙের ফাঁসিদেওয়া, মালদার চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, মানিকচক এবং মালদা বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রাখতে বিদায়ী বিধায়কদের ওপরই ফের আস্থা রেখেছে কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদের সুতি, রানিনগর ও ভরতপুর বিধানসভা কেন্দ্রেও হাত শিবিরের ভরসা পুরনো মুখই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)