এক্সপ্লোর
Advertisement
'মালাই' -এর জন্য ১০ বছর রাফাল ডিলে দেরি করিয়েছে কংগ্রেস, ভোটপ্রচারে তোপ মোদির, বললেন, বিজেপি 'দমদার', বিরোধীরা 'দাগদার'!
দেহরাদুন: রাফাল যুদ্ধবিমান হাতে আসায় ‘দেরি’র জন্য আগের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারগুলিকে দুষলেন নরেন্দ্র মোদি। আজ উত্তরাখন্ডের রুদ্রপুরে রাজ্যে দলের ভোট প্রচারের সূচনা করে তিনি দাবি করেন, একমাত্র বিজেপিই সশস্ত্র বাহিনীর কথা ভাবে। আধুনিক অস্ত্রশস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট, এক পদ, এক পেনশন-অর্থাত সশস্ত্র বাহিনী যা যা চায়, কংগ্রেস তা নিয়ে মাথাই ঘামায়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর সরকার এক পদ, এক পেনশনের দাবি তাঁর সরকার পূরণ করেছে বলে জানান মোদি।
কংগ্রেসের নজর ছিল কিকব্যাক, অর্থাত ঘুষের দিকে এবং সেজন্যই রাফাল ডিল রূপায়ণে তাদের সরকার বিলম্ব করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অটলবিহারী বাজপেয়ি সরকারের আমলেই ওই ফরাসি সামরিক বিমানের ডিলের ভাবনাচিন্তা করা হয়েছিল, কিন্তু পরবর্তী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারগুলি বিমান সংগ্রহের প্রক্রিয়ায় দেরি করিয়ে দেয়। ওরা ‘মালাই’ অর্থাত্ ঘুষ পাচ্ছিল না বলে ১০ বছর রাফাল চুক্তি নিয়ে হাত গুটিয়ে বসেছিল।
প্রসঙ্গত, কংগ্রেসের অভিযোগ, মোদি সরকারের স্বাক্ষরিত নতুন রাফাল ডিলে দুর্নীতি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি দামও পড়ছে। যদিও বিজেপি দল ও এনডিএ সরকার ধারাবাহিক তা অস্বীকার করছে।
কংগ্রেস জমানায় হওয়া অগুস্তাওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার ডিলের উল্লেখ করেও মোদি বলেন, ওই ডিলের অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলই আদালতে সব ফাঁস করছেন।
কংগ্রেস সরকার গড়লে দেশের সবচেয়ে গরিব ২০ শতাংশ পরিবারের ন্যূনতম আয়ের গ্যারান্টি স্কিম রূপায়ণের যে প্রতিশ্রুতি রাহুল গাঁধী দিয়েছেন, সরাসরি তা নিয়ে মন্তব্য না করেও মোদি বলেন, কয়েক প্রজন্ম আগেই কংগ্রেস গরিবি হটাওয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনকার ভোটে নতুন কিছু দেওয়ার নেই ওদের। কংগ্রেসকে হটিয়ে দিলে গরিবি নিজে থেকেই চলে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
জম্মুর আখনুরেও ভোটের প্রচারে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস মোদি-বিরোধিতায় অন্ধ হয়ে রয়েছে, দেশের স্বার্থে ভাবতেই ভুলে গিয়েছে। জাতীয় সুরক্ষা ও সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলে বালাকোটে বায়ুসেনা অভিযান প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, কংগ্রেস নেতাদের বক্তব্য পাকিস্তানে বাহবা পাচ্ছে। জনসভাকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে সর্দার পটেল দিবারাত্র দেশের ঐক্য ও সংহতির জন্য পরিশ্রম করতেন, এটা কি তাঁর সেই কংগ্রেস? বুঝে পাই না, এটা কি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই কংগ্রেস, যিনি স্বাধীন ভারতের স্বপ্ন দেখতেন। আমার বিবেক বলছে, এটা তাঁদের সেই কংগ্রেস নয়।
মেরঠ থেকে উত্তরপ্রদেশে বিজেপির লোকসভা ভোটের প্রচারের সূচনা করে বিরোধীদের তোপ নরেন্দ্র মোদির। দেশে শক্তিশালী সরকারের সমর্থনে সওয়াল করে প্রধানমন্ত্রী তাঁর সরকার জমি, আকাশ, মহাকাশ-তিনটিতেই সার্জিক্যাল স্ট্রাইক করার হিম্মত দেখিয়েছে বলে দাবি করেন। গতকালই দেশবাসীকে বিশেষ বার্তায় কৃত্রিম উপগ্রহ ধ্বংস করে ভারত স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল শক্তির পরিচয় দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পরদিনই বিরোধী শিবিরকে আক্রমণ করলেন দলীয় জনসভা থেকে। মোদি দাবি করেন, ১৩০ কোটি দেশবাসী এনডিএ-কে কেন্দ্রে সরকারে ফেরাবেন বলে মনঃস্থির করে ফেলেছেন। তিনি বলেন, ভারত স্থির করে ফেলেছে, কাকে ভোট দেবে। প্রমাণ পেতে হলে এই জনসভায় কত লোক হয়েছে, দেখুন। বিপুল হাততালি পড়ে তাঁর মন্তব্যে। ফের নিজেকে চৌকিদার বলে উল্লেখ করে মোদি বলেন, এই চৌকিদারের সরকারেরই সাহস হয়েছে মাটি, আকাশ, মহাকাশে সার্জিক্যাল করার সাহস দেখিয়েছে। ভারতকে উন্নত হতে হবে, শত্রুদের থেকে সুরক্ষিত থাকতে হবে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement