Panchayat Election 2023: দিনহাটায় শাসক শিবিরে ভাঙন, বিজেপিতে যোগ তৃণমূল নেতার
Coochbehar News: তৃণমূলে পুরনোদের গুরুত্ব নেই কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। যোগদানের বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: টিকিট না পেয়ে একের পর এক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস (TMC) নেতার বিজেপিতে যোগদান। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তিতে শাসক শিবির। দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিজুল হকের বিজেপিতে যোগদান। কোচবিহার এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহেশ্বর বর্মন, দিনহাটার বুড়িরহাট ২নং অঞ্চলের প্রধানের বিজেপিতে যোগদান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। তৃণমূলে পুরনোদের গুরুত্ব নেই কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। যোগদানের বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর দু-একদিনের মধ্যে আরও অনেক নেতা বিজেপিতে যোগদান করতে পারে। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী প্রত্যকেই তাদের খুব উপরে দিয়েছেন দলের প্রতি। তৃণমূলের পুরনোদের গুরুত্ব নেই কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিকের, যদিও যোগদানের বিষয় গুরুত্ব দিতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব।
মনোনয়নের শেষ দিনেও ভাঙড় ১ নম্বর ব্লকে অশান্তির আশঙ্কা। মনোনয়ন কেন্দ্রের কিছুটা দূরে নলমুড়ি হাসপাতাল মোড়ে সকাল থেকে জড়ো হচ্ছেন তৃণমূল কর্মীরা। একের পর এক গাড়িতে চড়ে লাঠি হাতে হাজির হচ্ছেন শাসকদলের কর্মী, সমর্থকরা। একদিকে যখন এই ছবি, তখন গত ২ দিনের মতো ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও মনোনয়ন কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত। পুলিশ মাঝেমধ্যে হঠিয়ে দিলেও, এলাকায় এখনও শাসকদলের কর্মী, সমর্থকদের ভিড়। ফলে আরও একবার মনোনয়ন ঘিরে গন্ডগোলের আবহ ভাঙড়ে।
মনোনয়ন পর্বের আজ ফাইনাল ডে। গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড় ১ নম্বর ব্লক। আজও বিভিন্ন জায়গায় ও মনোনয়ন কেন্দ্রের আশপাশে অবৈধ জমায়েত। পুলিশ সক্রিয় হয়ে ভিড় হঠানোর চেষ্টা করছে। মোতায়েন রয়েছে র্যাফ।
নতুন দল গঠন করে নলহাটি-২ ব্লকে প্রার্থীর মনোনয়ন দিলেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারী। বুধবার "অল ইন্ডিয়া আর্য মহাসভা"-র নামে ২৫ জন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন দেন। যদিও তাঁর এই মনোনয়নকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল।
তবে বিরোধী জোটের আশা বিভাস অধিকারী সক্রিয় হলে ভোট কাটাকাটিতে তাঁদের সুবিধা হতে পারে। দলের শুরু থেকেই নলহাটি-২ ব্লকের তৃণমূলের জেলা সভাপতি ছিলেন বিভাস অধিকারী। কিন্তু নিয়োগ দুৰ্নীতে জড়িয়ে পড়ায় এবং নানা বিতর্কের জেরে তাঁকে দল থেকে বহিস্কার করা হয়।