Delhi Election Result LIVE: 'উন্নয়নের জয়, সুশাসনের জয়, কোনও কসুর করব না', দিল্লিতে জয়ের পর লিখলেন মোদি
Delhi Election Result 2025 LIVE: প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।

Background
নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটে এবার জয়ের পতাকা ওড়াবে কোন দল? বিজেপি না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি? হৃত জমি কি পুনরুদ্ধার করতে পারবে কংগ্রেস? উত্তর মিলবে আজই। ইতিমধ্যে যে বুথফেরত সমীক্ষাগুলি সামনে এসেছে, তাতে কারও সমীক্ষায় বিজেপি এগিয়ে, কারও সমীক্ষায় এগিয়ে আম আদমি পার্টি। কিন্তু মানুষের রায় কী বলছে, জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। (Delhi Assembly Election Results LIVE Updates)
দিল্লিতে মোট বিধানসভা আসন ৭০টি। ম্য়াজিক ফিগার অর্থাৎ একা সরকার গড়তে কোনও দলকে জিততে হবে ৩৬টি আসনে। লড়াই এবার ছিল ত্রিমুখী। আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মধ্য়ে। জাতীয় স্তরে বিরোধী জোট I.N.D.I.A-র শরিক হলেও, দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেস পরস্পরের প্রতিপক্ষ। অন্য দিকে, রাজধানীর দখল পেতে মরিয়া বিজেপি। শেষ হাসি কে হাসে, তা-ই দেখার। (Delhi Election Results 2025 LIVE)
প্রশ্ন উঠছে, দিল্লির বুকে কি এবার বড়সড় চমক দেখা যেতে পারে? গত দুটি বিধানসভা নির্বাচনে আম আম আদমি পার্টির (Aam Aadmi Party) ঝাড়ু ঝড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল যে বিজেপি (BJP News), তারাই কি এবার মোদি-শাহের স্বপ্নপূরণ করে ক্ষমতা দখল করতে পারে? অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী-পরীক্ষাগার দিল্লি কি এবার তাঁকে শূন্য় হাতে ফেরাবে? না কি মানুষ কেজরিওয়ালেই আস্থা রাখবেন? কংগ্রেস (Congress News কি পারবে শূন্য় হয়ে যাওয়া দিল্লিতে খাতা খুলতে? ভোট কাটাকাটি শেষ অবধি নির্ণায়ক হয়ে উঠবে না তো? মানুষের রায়ের দিকে তাকিয়ে সকলে। (Arvind Kejriwal)
যাবতীয় বুথফেরত সমীক্ষা বিজেপি-কে এগিয়ে রাখলেও, আম আদমি পার্টি সমীক্ষা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দিল্লিতে জয়ের হ্যাট্রিক গড়বেন অরবিন্দ কেজরিওয়াল। দলের নেতা গোপাল রাইয়ের দাবি, তাঁদের দল ৫০টির বেশি আসনে জয়ী হবে। অন্য দিকে, বিজেপি-র রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবের দাবি, তাঁদের দল ৫০টি আসনে জয়ী হতে চলেছে। কেজরিওয়ালের প্রতি দিল্লির মানুষ আস্থা হারিয়েছেন বলে দাবি তাঁক।
আর এই টানাপোড়েনের মধ্যেই বিতর্ক শুরু হয়েছে ভোটার তালিকা নিয়ে। বেশ কিছু এলাকায় হাজার হাজার নতুন ভোটারের নাম সংযুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি থেকে কংগ্রেস। মহারাষ্ট্র, হরিয়ানার উদাহরণ টেনে সরাসরি নির্বাচন কমিশনারকে নিশানা করেছে তারা। আম আদমি পার্টির দাবি, দিল্লিতে বিজেপি নির্বাচনে লড়াই করছে না। তাদের হয়ে লড়াই করছে খোদ নির্বাচন কমিশন এবং দিল্লির পুলিশ। ভোটার তালিকা সংক্রান্ত বিশদ তথ্য কেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এমনকি ভোটদানের হার নিয়েও লুকোছাপা কেন, উঠছে প্রশ্ন। আর সেই আবহেই নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে।
Delhi Election Results Live Updates: সদনে দিল্লির দুর্নীতি নিয়ে তদন্ত হবেই , এবার হুঁশিয়ারি মোদির
সদনে দিল্লির দুর্নীতি নিয়ে তদন্ত হবেই , এবার হুঁশিয়ারি মোদির । আগামী দিনে দিল্লির দুর্নীতির তদন্ত করা হবে। দিল্লি নির্বাচনের ফল প্রকাশ হতেই হুঁশিযারি দিয়ে রাখলেন 'নমো'।
Delhi Election Results Live Updates: তুষ্টিকরণ নয়, সন্তুষ্টিকরণই আমাদের লক্ষ্য় হবে দিল্লিতে : মোদি
তুষ্টিকরণ নয়, সন্তুষ্টিকরণই আমাদের লক্ষ্য় হবে দিল্লিতে। রাজধানীর বিজেপি ভবনে কর্মীদের উদ্দেশে এই বার্তা দিলেন নরেন্দ্র মোদি।





















