এক্সপ্লোর
Advertisement
সব মোদিই চোর: এ কথা বলা কি কংগ্রেস সভাপতিকে মানায়? প্রধানমন্ত্রী
ছত্তিসগড়, ওড়িশার জনসভায় কংগ্রেসকে আক্রমণ মোদির
কোরবা (ছত্তিসগঢ়): ‘সব মোদিই চোর’ বলায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছত্তিসগঢ়ে এক জনসভায় তিনি বলেছেন, ‘কংগ্রেস সভাপতির কি এই ধরনের ভাষায় কথা বলা মানায়?’
সম্প্রতি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেন, ‘আমার একটি প্রশ্ন আছে। নীরব মোদি, ললিত মোদি বা নরেন্দ্র মোদি, সব চোরের নামের সঙ্গেই কেন মোদি যুক্ত? আরও কত মোদির নাম বেরিয়ে আসবে আমরা জানি না।’ এই মন্তব্যের জন্যই কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী।
ছত্তিসগঢ়ের এই জনসভায় কংগ্রেসকে তোপ দেগে মোদি আরও বলেন, ‘শুধু মাওবাদীরাই নয়, যারাই ভারতকে ভাঙতে চায়, তাদের সঙ্গে হাত মেলায় কংগ্রেস। আমাদের সশস্ত্রবাহিনীর বিশেষ অধিকার কেড়ে নিয়ে তাঁদের দুর্বল করে দিতে চায় কংগ্রেসের ‘পাঞ্জা’। আপনারা কি কংগ্রেসকে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করতে দেবেন? কংগ্রেসের ‘হাত’ উন্নয়নের সঙ্গে আছে না ধ্বংসের সঙ্গে?’
অন্যদিকে, ওড়িশার সম্বলপুরে অন্য একটি জনসভাতেও কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অতীতে দেশের মানুষ অসহায় ও দুর্নীতিগ্রস্ত সরকার দেখেছেন। চিনি, রেশন, ইউরিয়া-সবকিছুতেই দুর্নীতি হয়েছে। এখন কেন্দ্রীয় প্রকল্পের টাকা যাতে মানুষের কাছে পৌঁছয়, সেটা দেখছে চৌকিদার।’ দুর্নীতি নিয়ে বিজেডি সরকারকেও আক্রমণ করেছেন মোদি। তাঁর দাবি, একমাত্র বিজেপি সরকারই দুর্নীতি রোখার জন্য ব্যবস্থা নিচ্ছে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement