![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pranat Tudu:২১ জুন পর্যন্ত কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি প্রণত টুডুর
Calcutta High Court:ফলপ্রকাশের আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর। তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।
![Pranat Tudu:২১ জুন পর্যন্ত কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি প্রণত টুডুর Election 2024 Calcutta High Court Grants Protection To Jhargram BJP Candidate Pranat Tudu Till 21June 2024 Pranat Tudu:২১ জুন পর্যন্ত কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি প্রণত টুডুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/dd2acb838b57ac5197f0afd96e2423b11717429556667482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌভিক মজুমদার, কলকাতা: ফলপ্রকাশের (Poll Counting) আগে বড় স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর (Jhargram BJP Candidate Granted Protection)। তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court)। ২১ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানাল কলকাতা হাইকোর্ট। সোমবার, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করা পুলিশের এফআইআরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। প্রণতের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল। আগামী ১৮ জুন মামলার পরবর্তী শুনানি রয়েছে।
অভিযোগ ও পাল্টা...
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর দাবি, ভোটগ্রহণের দিন, গড়বেতা বিধানসভার অন্তর্গত যে ২০০ নম্বর বুথ রয়েছে, সেখানে, প্রার্থী হিসেবে পরিদর্শনে গিয়েছিলেন। তাঁর সঙ্গে সিআরপিএফ জওয়ানরাও ছিলেন। অভিযোগ, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফেটে যায় তাঁর নিরাপত্তা রক্ষীর। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলেও অভিযোগ। সেদিনের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্য়মও। পরে, তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু হলে প্রণত বলেন, 'আমরা তো আক্রান্ত হয়েছিই, তার উপর আবার আমাদের বিরুদ্ধে মামলা করছে। এখান থেকে বোঝা যাচ্ছে, পুলিশ প্রশাসনের একাংশে কী ভাবে শাসক দলের হয়ে কাজ করছে।' নির্বাচন কমিশনের পাশাপাশি জেলাশাসককেও বিষয়টি জানানো হয়েছে বলে বক্তব্য তাঁর। অভিযোগ হয়েছে পুলিশেও। এবার তাঁদের বিরুদ্ধেই জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ।
ঘটনার দিন....
ঝাড়গ্রামে ভোটের দিন ঝামেলার সময় রেয়াৎ করা হয়নি সংবাদমাধ্যমের গাড়িকেও। এবিপি আনন্দের গাড়়িতেও সেদিন ভাঙচুর চালানো হয়েছিল। পরে সেই এবিপি আনন্দের গাড়িতে উঠেই নিজেকে বাঁচান সিআইএসএফের এক জওয়ান। স্থানীয় সূত্রে শোনা যায়, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই ধুন্ধুমার বাধে গড়বেতায়। প্রণত টুডু গড়বেতায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। উত্তেজনা এমন পর্যায় পৌঁছে যায় যে তৃণমূলের লোকেরা লাঠি ও লোহার রড নিয়ে তাড়া করেন প্রণত টুডুকে। বুথের ৫০ মিটার মধ্যে তাঁকে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গো ব্যাক স্লোগান দিতে থাকে। পাশাপাশি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর গাড়িও। তার পর, 'আক্রান্ত' প্রার্থীর বিরুদ্ধে পুলিশ মামলা দিলে তা নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়। এদিনের পর অবশ্য সাময়িক স্বস্তিতে বিজেপি প্রার্থী।
আরও পড়ুন:'প্রতিশ্রুতি দিয়েও চাকরি দেয়নি রেল..', অবৈধ স্টল উচ্ছেদে তুলকালাম বর্ধমান স্টেশনে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)