Lok Sabha Election 2024: ভোটের মুখে বাংলার একাধিক জেলাশাসক বদল কমিশনের
Election Commission: বাংলা ছাড়াও আরও কিছু রাজ্যের জেলাশাসক ও এসপি-কে বদলের নির্দেশ দিয়েছে কমিশন।
বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে (Rajiv Kumar) অপসারণের পর এবার জেলাশাসক বদল কমিশনের।
কোন কোন জেলায় বদল জেলাশাসক:
কমিশনের নির্দেশে অপসারণ করা হল পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসককে। এছাড়া, গুজরাত, পাঞ্জাব, ওড়িশাতেও ডিএম, এসপি বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের (Election Commission of India)।
ভোটমুখী বঙ্গে ফের প্রশাসনিক রদবদল। রাজ্য পুলিশের DG-র পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর লোকসভা ভোটের আগে এবার চার জেলাশাসককে বদল করল জাতীয় নির্বাচন কমিশন। ECI-এর পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ওই জেলাশাসকদের অবিলম্বে তাঁদের পদ থেকে বদলি করতে হবে নির্বাচনের কাজের সঙ্গে জড়িত নয় এমন কোনও পদে।
জেলাশাসক পদে রদবদল করা হয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম জেলায়। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন তনভির আফজল, ঝাড়গ্রামের জেলাশাসক ছিলেন সুনীল আগরওয়াল, পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন বিধান রায় এবং বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দুকুমার মাজি।
গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। দেশজুড়ে লাগু হয় আদর্শ নির্বাচনী আচরণবিধি। তারপরই, সোমবার রাজ্য় পুলিশের DG রাজীব কুমারকে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের কাছে তিনটি নাম চাওয়া হয়। সেই মতো তিন জনের নাম পাঠায় রাজ্য। মঙ্গলবার অন্তর্বর্তী DGP করা হয় বিবেক সহায়কে। ২৪ ঘণ্টার মধ্য়েই মঙ্গলবার তাঁর জায়গায় নতুন DGP করা হয় সঞ্জয় মুখোপাধ্য়ায়কে।
রাজ্য় সরকারের প্রস্তাবিত ৩ IPS অফিসারের মধ্য়ে একজন ছিলেন তিনি। এবার বদলি হলেন চার জেলাশাসক। নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে তৃণমূলকে প্যাঁচে ফেলার চেষ্টা বলে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূলের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। শুধু বাংলা নয়, প্রশাসনিক রদবদল হয়েছে বিজেপি শাসিত গুজরাতেও। সেখানকার দুই পুলিশ সুপারকে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। তাঁরা ছোট উদয়পুর এবং আমদাবাদ গ্রামীণ জেলার দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার সরানো হয়েছে পঞ্জাবের পঠানকোট, ফাজ়িলকা, জালন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার চার পুলিশকর্তাকে। ওড়িশার ঢেঙ্কানলের DM এবং দেওগড় এবং কটক গ্রামীণের SP-কে সরাতে বলেছে কমিশন। পাশাপাশি, পাঞ্জাবের ভাতিন্ডার SSP এবং অসমের শোনিতপুরের SP-কে অন্যত্র বদলি করতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে