Lok Sabha Election 2024: C-Vigil অ্যাপের মাধ্যমে নির্বাচনী বিধি-ভঙ্গের বহু অভিযোগ, সংখ্যা জানাল কমিশন
Model Code of Conducts Violations: ৯৯ শতাংশ অভিযোগেরই সমাধান করে দেওয়া হয়েছে বলে দাবি কমিশনের।
নয়াদিল্লি : দেশজুড়ে ভোট-উত্তাপ । অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক ময়দান। আর এক্ষেত্রে কার্যকর হয়ে উঠেছে C-Vigil অ্যাপ্লিকেশন। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানাতে পারছেন নাগরিকরা। নির্বাচন কমিশনের তরফে এও জানানো হয়েছে, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৭৯ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৯৯ শতাংশ অভিযোগেরই সমাধান করে দেওয়া হয়েছে বলে দাবি কমিশনের। শুধু তা-ই নয়, তারা এমন দাবিও করেছে যে, এইসব অভিযোগের প্রায় ৮৯ শতাংশই সমাধান করা হয়েছে ১০০ মিনিটের মধ্যে।
নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের কাছে যেসব অভিযোগ জমা পড়েছে তার মধ্যে ৫৮ হাজার ৫০০টির (মোট অভিযোগের ৭৩ শতাংশ) বেশি বেআইনি হোর্ডিং, ব্যানারের বিরুদ্ধে। তাদের সংযোজন, ১৪০০ অভিযোগ টাকা, উপহার ও মদ বিতরণ নিয়ে। মোট অভিযোগের প্রায় ৩ শতাংশ (২৪৫৪) সম্পত্তির বিকৃতকরণ নিয়ে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর ৫৩৫টি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে ৫২৯টির সমাধান করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার বাইরে প্রচার চালানোর (এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের বেশি স্পিকার ব্যবহার) অভিযোগ জমা পড়েছে ১ হাজার।
লোকসভা ভোটের নির্ঘণ্ট (Announcement of Lok Sabha Election Schedule) ঘোষণার সময় নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar) দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলেন, নির্বাচনের আদর্শ বিধি ভঙ্গ হলে বা ভোটারদের প্রলোভন দেখানোর জন্য কিছু বিতরণ করা হলে তা নিয়ে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে।
১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোটের যুদ্ধ! চলবে ৭ দফায়। ৭ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গেও। লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার সময় মুখ্য নির্বাচন কমিশনারের মুখে বারবার উঠে আসে ভোট হিংসার প্রসঙ্গ! যে কোনও ধরনের হিংসা রুখতে কড়া বার্তা দেন তিনি। পাশাপাশি জানান, যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতি জেলায় একজন সিনিয়র অফিসারের নেতৃত্বে থাকবে কন্ট্রোল রুম।
১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফা, ৭ মে তৃতীয় দফা, ১৩ মে চতুর্থ দফা, ২০ মে পঞ্চম দফা, ২৫ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম দফায় লোকসভা নির্বাচন হবে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বাংলার ভগবানগোলায় এবং সপ্তম দফায় বরানগরে উপনির্বাচন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে