Election Commission: নজরে শান্তিপূর্ণ নির্বাচন, আগামীকালই দিল্লি থেকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
Full Bench of ECI: ফুল বেঞ্চে থাকছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাস সহ মোট ১৩ জনের টিম
রুমা পাল, কলকাতা : দিল্লি থেকে রাজ্যে আগামীকালই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । রবিবার সন্ধে ৬টায় বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার কলকাতায় এসে পৌঁছবেন কাল রাতে। ফুল বেঞ্চে থাকছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাস সহ মোট ১৩ জনের টিম।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। শাসক এবং বিরোধী দলগুলির ভোট নিয়ে অভিযোগ খতিয়ে দেখতেই এই বৈঠক।
বিরোধী দলগুলির আইন-শৃঙ্খলা নিয়ে ওঠা অভিযোগ সুষ্ঠু ও অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এই বৈঠকের পরেই হবে জেলাশাসক ও পুলিশ অফিসারদের নিয়ে আলাদা বৈঠক। পুলিশ কমিশনার, ডিভিশনাল কমিশনার, আইজি-রা থাকবেন। মঙ্গলবার সকাল ১১টায় কমিশন পৃথক বৈঠক করবে রাজ্যের মুখ্যসচিব ও ডিজি-র সঙ্গে।
দিনকয়েক আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সব জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। লোকসভা ভোটের আগে সেই বৈঠকে একাধিক নির্দেশ দেওয়া হয়। দেওয়া হয়েছিল নাকা তল্লাশির নির্দেশ। একইসঙ্গে আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর দেওয়ার নির্দেশও দেওয়া হয়। রাজ্যে আইন-শৃঙ্খলাজনিত কোনও সমস্যা যেন কোনও ভাবেই না হয়, সেই দিকে নজর রাখতে বলা হয়। পাশাপাশি, জামিন অযোগ্য যে গ্রেফতারি পরোয়ানাগুলো আছে, সেগুলিও কার্যকর করতে বলেছিল কমিশন।
এদিকে লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় বাহিনী। গতকাল আনন্দপুরে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আজ থেকেই জলপাইগুড়িতে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ভোটারদের কাছে জানতে চাওয়া হচ্ছে, গতবার তাঁরা ঠিকঠাক ভোট দিতে পেরেছেন কি না। পাশাপাশি, নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকাল থেকে বর্ধমান শহরে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। দেওয়ানদিঘি ও শক্তিগড় থানা এলাকাতেও তারা রুটমার্চ করে। নেতৃত্বে ছিল রাজ্য পুলিশ। বাঁকুড়াতে এসে পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে