এক্সপ্লোর
রমজানে ভোটের সময় এগিয়ে নিয়ে আসার প্রস্তাব খারিজ নির্বাচন কমিশনের
রমজানে ভোটের সময় সকাল ৭টার বদলে ভোর ৪.৩০ বা ৫টা করার যে প্রস্তাব এসেছে তা নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করল।

নয়াদিল্লি: রমজানে ভোটের সময় সকাল ৭টার বদলে ভোর ৪.৩০ বা ৫টা করার যে প্রস্তাব এসেছে তা নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করল। কমিশন বলেছে, লোকসভা ভোটের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের সময় পরিবর্তনের যে প্রস্তাব এসেছে তা মেনে নেওয়া সম্ভব হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, রমজান চলাকালীন ভোটের সময় এগিয়ে ৫টা থেকে শুরু করার ব্যাপারে যে আবেদন এসেছে সে ব্যাপারে বিবেচনা করতে। আবেদন করেন দুই আইনজীবী মহম্মদ নিজামুদ্দিন পাশা ও আসাদ হায়াত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি জরুরি শুনানির জন্য জমা পড়ে। শীর্ষ আদালত নির্বাচন কমিশনের আইনজীবীকে নির্দেশ দেয়, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আবেদনকারী দুই আইনজীবী বলেন, গত সোমবার এ ব্যাপারে নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি কিন্তু কমিশন তাঁদের কোনও সাড়া দেয়নি। তাই সুপ্রিম কোর্টে তাঁরা আবেদন করেছেন, যাতে শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে সুস্পষ্ট নির্দেশ দেয় এ ব্যাপারে। তাঁদের বক্তব্য ছিল, রমজান চলছে, দেশের বিভিন্ন জায়গায় গরমের জেরে তাপপ্রবাহও বইছে। এই পরিস্থিতিতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার লোকসভা নির্বাচনের সময় দুই-আড়াই ঘণ্টা এগিয়ে আনা হোক, সকাল সাতটার বদলে সাড়ে চারটে বা পাঁচটার সময় ভোট শুরু হোক। কিন্তু নির্বাচন কমিশন সেই আবেদন মানল না।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার





















