Gujarat Assembly Elections 2022: ভোটের ডিউটিতে রক্তারক্তিকাণ্ড, একে-৪৭ থেকে এলোপাথাড়ি গুলি, গুজরাতে নিহত আধাসেনার ২ জওয়ান
Porabandar News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জওয়ানরা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সদস্য ছিলেন।
আমদাবাদ: নির্বাচনী ডিউটি করতে গিয়ে গুজরাতে রক্তারক্তি কাণ্ড ঘটালেন আধা সামরিকবাহিনীরই এক কর্মী (Gujarat Firing)। নিজের দুই সহকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান তিনি। তাতে ওই দুই জনের মৃত্যু হয়েছে। আগামী মাসে গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022)। তার জন্য ভোটের ডিউটির দায়িত্ব পড়েছিল আধা সামরিকবাহিনীর। সেখানেই ওই জওয়ানরা মোতায়েন ছিলেন (Para Military)।
আগামী মাসে গুজরাতে বিধানসভা নির্বাচন, তার আগে রক্তারক্তিকাণ্ড
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাতের পোরবন্দরে কাছে মোতায়েন ছিলেন ওই জওয়ানরা। ভোটের ডিউটি করতে এসেছিলেন। সেখানেই ঘটে গিয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। তবে ঘটনার সময় ওই জওয়ানরা কেউ ডিউটিতে ছিলেন না বলে জানা গিয়েছে। বরং কোনও কারণে তাঁদের মধ্যে ঝামেলা, হাতাহাতি বেধে যায় বলে খবর। তা থএকেই নাকি এমন পরিণতি!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জওয়ানরা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। মণিপুর থেকে গুজরাত গিয়েছিলেন। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস-এর সঙ্গে ভোটের ডিউটিতে মোতায়েন করা হয়েছিল ছিলেন তাঁদের। অভিযুক্ত জওয়ান একে-৪৭ রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালান বলে পোরবন্দরের জেলা শাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক এএম শর্মা।।
আরও পড়ুন: Suvendu Adhikari: 'কান খুলে শুনে নিন মমতা, বাংলায় CAA চালু হবেই', সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু
ঠিক কী থেকে ওই জওয়ানদের মধ্যে ঝামেলা বাধল, তা যদিও জানা যায়নি স্পষ্ট ভাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও দুই জওয়ান আহত হয়েছেন। এক জনের পায়ে গুলি লেগেছে। অন্য জন গুলিবিদ্ধ হয়েছেন পেটে। পোরবন্দর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জামনগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের।
একে-৪৭ থেকে গুলি, নিহত ২, আহত আরও ২
অভিযুক্ত জওয়ানকে এস ইনাউচাসিংহ বলে শনাক্ত করা গিয়েছে। তিনি কনস্টেবল পদে কর্মরত। যে দু'জন মারা গিয়েছেন, তাঁরা হলেন, জওয়ান তইবা সিংহ এবং জিতেন্দ্র সিংহ। আহত হয়েছেন কনস্টেবল চোরাজিৎ এবং রোহিকানা। তাঁরা সকলেই আসলে মণিপুরের বাসিন্দা। পোরবন্দর থেকে ২৫ কিলোমিটার দূরে, টুকরা গোসা গ্রামের ঘূর্ণিঝড় মোকাবিলা শিবিরে ছিলেন তাঁরা। আগামী ১ ডিসেম্বর, প্রথম পর্যায়েই পোরবন্দরে ভোটগ্রহণ রয়েছে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৫ ডিসেম্বর। ৮ ডিসেম্বর তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ।