কীভাবে ডাউনলোড করবেন ই-ভোটার কার্ড? জেনে নিন পদ্ধতি
গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন ই-এপিক বা ইলেকট্রনিক ইলেকট্রোরাল ফটো আইডেন্টিটি কার্ড প্রোগ্রাম শুরু করেছে। এই কর্মসূচিতে ফোনেই ডাউনলোড করা যাবে ভোটার আইডি কার্ড।
কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল রাজ্যে প্রথম দফার নির্বাচন। গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন ই-এপিক বা ইলেকট্রনিক ইলেকট্রোরাল ফটো আইডেন্টিটি কার্ড প্রোগ্রাম শুরু করেছে। এই কর্মসূচিতে ফোনেই ডাউনলোড করা যাবে ভোটার আইডি কার্ড। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, পুদুচেরি, তামিলনাড়ু, কেরলের ভোটাররা এই কার্ড ডাউনলোড করতে পারবেন।
ই-এপিক কী?
ই-এপিক ভোটার আইডি কার্ডের পিডিএফ ফর্ম্যাট। যা নিজের ফোন বা কম্পিউটারের ডাউনলোড করা যাবে। নিজের ফোনে সংশ্লিষ্ট ভোটার কার্ড ডাউনলোড করে রাখতে পারনে বা প্রিন্ট আউট নিয়ে তা ল্যামিনেশনও করে রাখতে পারেন।
কীভাবে ডাউনলোড করবেন ই-এপিক?
ভোটার পোর্টাল, ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ বা এনভিএসপি (NVSP) থেকে কার্ড ডাউনলোড করা যাবে। ভোটার পোর্টালের ঠিকানা http://voterportal.eci.gov.in/ এবং এনভিএসপি (NVSP)-র ঠিকানা https://nvsp.in/ ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen এই ঠিকানা থেকে। আইফোনের ক্ষেত্রে অ্যাপ ডাউনলোড করা যাবে https://apps.apple.com/in/app/voter-helpline/id1456535004 এই ঠিকানা থেকে
কারা ই-এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন?
যাদের বৈধ এপিক নম্বর আছে তাঁরা কার্ড ডাউনলোড করতে পারবেন। গত বছর নভেম্বর-ডিসেম্বর মাসে যে ভোটাররা কার্ডের জন্য় আবেদন করেছিলেন তাঁরা ডাউনলোড করতে পারবেন।
ই-এপিক ডাউনলোডের ধাপ:
ভোটার পোর্টালে রেজিস্ট্রার বা লগ ইন করতে হবে।
মেনু থেকে ই-এপিক ডাউনলোড করতে হবে
এপিক নম্বর বা রেফারেন্স নম্বর দিতে হবে।
রেজিস্ট্রার মোবাইল নম্বরে ওটিপি পাঠাতে হবে।
ই-এপিকে ক্লিক করে ডাউনলোড করতে হবে।
যদি মোবাইল নম্বর রেজিস্ট্রার করা না থাকে তবে কেওয়াইসি-তে ক্লিক করে তা সম্পূর্ণ করতে হবে।
ভেরিফিকেশন করতে হবে।
কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য মোবাইল নম্বর দিতে হবে।
এরপর ডাউনলোড করতে হবে।
আগামীকাল এরাজ্যে ৩০টি কেন্দ্রে ভোট। এই তালিকায় আছে পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, জাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ী, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, বিনপুর, বানদ্বান, বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর, পারা, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর।