WB Vote Counting Results 2021: 'পঞ্চাশ দিন ধরে অনেক খেটেছি, জিতবই' জয় নিয়ে আশাবাদী সায়নী ঘোষ
"মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের মতো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হবেন। আমাদের জয় নিশ্চিত।
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। জয় নিয়ে নিশ্চিত তিনি। গণনা শুরুর আগে সায়নী জানান, পূর্ণ সংখ্যা গরিষ্টতা নিয়ে ফের ক্ষমতায় আসছে মমতার সরকার। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের মতো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হবেন, এ নিয়ে কোনও দ্বিধা নেই। আমাদের জয় নিশ্চিত। একটি কঠিন সময়ে সরকার গঠন হতে চলেছে। আমি খুবই গর্বিত যে এই সময় মানুষের সেবা করার সুযোগ আমাদের সরকারের কাছে থাকবে।"
উল্লেখ্য, সপ্তম দফার নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে ভোট হয়েছে। এদিন সোনার তরী স্কুলের বুথে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল প্রার্থী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তৃণমূল প্রার্থীকে পুলিশ হুঁশিয়ারি দেয় বলে জানা যায়। 'আপনি প্রার্থী, আপনি একা কথা বলবেন। আপনার সঙ্গে এত লোক কেন? এদের হঠান, আপনার সঙ্গে পরে কথা বলব', হুঁশিয়ারি দেয় পুলিশ।