এক্সপ্লোর
Advertisement
ভোটের আগে আরও জোরাল জোট, রবিবাসরীয় প্রচারে একসঙ্গে বাম-কংগ্রেস
কলকাতা: ভোটের আগে আরও জোরাল জোট।
সবংয়ে গিয়ে কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়ার হয়ে প্রচার করেছিলেন সূর্যকান্ত মিশ্র। আর এবার নারায়ণগড়ে গিয়ে সিপিএম প্রার্থীর হয়ে প্রচার করলেন মানস ভুঁইয়া। সূর্যকান্ত মিশ্রর সমর্থনে আজ সকালে নারায়ণগড়ের মদনমোহনচকে মিছিল করেন তিনি। বাম কর্মীদের সঙ্গে মিছিলেন পা মেলান ছিলেন অসংখ্য কংগ্রেস কর্মীও। ডাক দেন তৃণমূল সরকারকে উত্খাত করার।
বালি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অঞ্জন বেরার প্রচারে আজ বেলুড় বাজার থেকে ভট্টনগর পর্যন্ত মিছিল করেন বিমান বসু। বাম নেতা-কর্মীদের পাশাপাশি, মিছিলে পা মেলান অসংখ্য কংগ্রেস কর্মীও।
জোরকদমে জোটপ্রচার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রেও। সিপিএম প্রার্থী চক্রধর মেইকাপের সমর্থনে আজ সকালে উত্তর কাঁথির কালীনগর থেকে নীলপুর পর্যন্ত একসঙ্গে মিছিল করেন সিপিএম ও কংগ্রেসের নেতা-কর্মীরা।
জোরকদমে রবিবাসরীয় প্রচারে সন্দেশখালির সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারও। কখনও নৌকায় চেপে তো কখনও হেঁটে প্রচার সারেন তিনি। সঙ্গে অসংখ্য জোট সমর্থক।
রবিবার সকালে ভোট প্রচারে হুগলির চাঁপদানিকেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান। এদিন সকালে চাঁপদানি বিধানসভাকেন্দ্রের অন্তর্গত শ্রীরামপুরের প্রভাসনগরের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। কংগ্রেস প্রার্থীর প্রচারে সামিল হন স্থানীয় সিপিএম কর্মীরাও।
বাম ও কংগ্রেস সমর্থকদের নিয়ে ভোটে প্রচারে হুগলির উত্তরপাড়াকেন্দ্রের সিপিএম প্রার্থী শ্রুতিনাথ প্রহরাজ। এদিন কোন্ননগর ও হিন্দমোটরের কয়েকটি এলাকায় প্রচার করেন তিনি।
হাওড়ার আমতায় কংগ্রেস ও সিপিএম সমর্থকদের যৌথ প্রচার। রবিবার সকালে আমতার মুক্তিরচক মোড় থেকে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের সিপিএম প্রার্থী অমিয় মণ্ডলকে নিয়ে মিছিল করে আমতা শহর পরিক্রমা করেন কয়েকশো কংগ্রেস ও সিপিএম সমর্থক।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement