Abhijit Gangopadhyay Announcement Live Updates: তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Abhijit Gangopadhyay retirement : এবিপি আনন্দের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই। আমি খুব শীঘ্র পদত্যাগ করতে চলেছি বিচারপতির পদ থেকে।"

Background
কলকাতা : সামনে লোকসভা নির্বাচন। তার আগে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। পরের পর মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI তদন্তেরও নির্দেশ দিয়ে গিয়েছেন তিনি। এবার বিচারপতি পদ থেকে অবসর নিতে চলেছেন তিনি। মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি। তার পর বড় ঘোষণা করবেন বলেও জানান।
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দের প্রতিনিধি সৌভিক মজুমদারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ খোলেন তিনি। বলেন, "আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই। আমি খুব শীঘ্র পদত্যাগ করতে চলেছি বিচারপতির পদ থেকে। মঙ্গলবার ইস্তফা দেব। এই সিদ্ধান্তের বিশদ কারণ পরে বলব। আজ শুধু এটুকু বলব যে, আদালতে আমি যে কাজটা করি, সেই কাজের সময়টা আমার অন্তর বলছে যে শেষ হয়েছে। এখন হয়ত আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে, মানুষের মধ্যে। আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই। কারণ আদালতে তাঁরাই আসেন, যাঁরা মামলা করতে চান। তার বাইরে বহু মানুষ পড়ে থাকেন। আমার মনে হয়েছে বিচারব্যবস্থায়, আদালত নামের যে প্রতিষ্ঠান, যেখানে ছ'বছর বিচারপতি হিসেবে কাজ করলাম, সেখানে আমার কাজ শেষ হয়েছে। এখানে আর নতুন করে কিছু করার নেই।"
Justice Abhijit Ganguly Retirement Live : দুর্নীতির সঙ্গে আপোস করবেন না বলে WBCS অফিসারের চাকরি ছেড়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
কেরিয়ার শুরু করেছিলেন WBCS অফিসার হিসেবে। কিন্তু, দুর্নীতির সঙ্গে আপোস করবেন না বলে, সেই চাকরি ছেড়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly)। তারপর আইনজীবী হিসেবে প্র্য়াকটিস শুরু এবং শেষে বিচারপতির কাজে যোগদান। তাঁর একের পর এক নির্দেশ সবাইকে নাড়িয়ে দিয়েছে। এবার অবসরের আগে বিচারপতি পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে ফের চমক দিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।
Justice Abhijit Ganguly Retirement Live : তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বঙ্গ রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন, বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে । ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা, সম্ভবত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান। তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ। 'মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল'। 'তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই'।
তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'ইতিহাসে মৌর্য্য সাম্রাজ্যের কথা পড়েছি, আর এটা চৌর্য সাম্রাজ্য'। দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে বাংলা, চলছে অপমানজনক অধ্যায় '।
'সবদিকে একটা অন্ধকার নেমে আসছে, এই অন্ধকার থেকে মুক্ত হতেই হবে'। 'অন্তর বলছে, আদালতে আমার কাজের সময় শেষ হয়েছে'।
'এবার মানুষের জন্য বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে'। 'বিচারপতি হিসেবে কাজ শেষ হয়েছে, নতুন করে কিছু করার নেই'। ইস্তফা দেওয়ার কথা জানিয়ে এবিপি আনন্দে জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।





















