Karnataka Exit Poll 2023: কর্নাটকে কিংমেকার JDS? শেষ হাসি কার? কোন সমীক্ষা কী বলছে?
Karnakata Election: ফলপ্রকাশের আগেই বুথ ফেরত সমীক্ষা যা বলছে তাতে কার হাসি চওড়া হল?
নয়াদিল্লি: আর কদিন পরেই লোকসভা নির্বাচনের দামামা বাজবে। তার আগে দক্ষিণের রাজ্যে কার্যত সেমিফাইনাল। মুখোমুখি বিজেপি ও কংগ্রেস। ১০ মে ভোট হয়েছে। ফলে এরপর কে কর্নাটকের মসনদে বসতে চলেছে তা এখন ব্যালট বন্দি। ১৩ মে ফলপ্রকাশ হবে। কিন্তু শুরু হয়ে গিয়েছে জল্পনা। বিজেপিই কি বাজিমাত করবে? না কি এবার মসনদে বসবে কংগ্রেস? ফলপ্রকাশের আগেই বুথ ফেরত সমীক্ষা যা বলছে তাতে কিন্তু একটু হলেও হাসি চওড়া হবে কংগ্রেসের।
একদিকে মোদি, অমিত শাহ, বাসবরাজ বোম্মাই, ইয়েদুরাপ্পা। অন্যদিকে রাহুল, সনিয়া, সিদ্দারামাইয়া, ডি কে শিবকুমার। কর্নাটকের লড়াই প্রথম থেকেই ছিল উচ্চগ্রামের। টানা প্রচার, উন্নয়ন-অর্থনীতি থেকে শুরু করে ধর্ম-সংরক্ষণ, সবই ঘুরে ফিরে এসেছে এই নির্বাচনের প্রচারে। কার উপর ভরসা রাখলেন কর্নাটকের মানুষ?
বুধবার কর্ণাটকে ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ। এই রাজ্যে বিজেপি ও কংগ্রেস দুটি দলই সাংগঠনিক ভাবে বেশ মজবুত। শক্তিশালী দল দেবেগৌড়ার JDS-ও। যদিও মূল লড়াই কংগ্রেস ও বিজেপির। বিদায়ী সরকারের মুখ্য়মন্ত্রী বিজেপির। বিজেপি কি পারবে মোদির হাত ধরে দক্ষিণের এই রাজ্য়ে ক্ষমতা ধরে রাখতে? না কি কংগ্রেস ক্ষমতা দখল করতে পারবে? কয়েকটি সমীক্ষক সংস্থার বুথফেরত সমীক্ষা বলছে কর্ণাটকে এবার ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস। হাত থেকে রাজ্যের ক্ষমতা খোয়াতে পারে বিজেপি। ভোটের আগে বিভিন্ন ইস্যুতে কর্নাটকের বিজেপির মধ্যে ফাটল চওড়া হয়েছিল। একাধিক বিজেপি নেতা-কর্মী কংগ্রেসে যোগও দিয়েছিলেন। আবার কিছু বুথ ফেরত সমীক্ষা বলছে কর্নাটকে ম্যাজিক ফিগার কোনও দলই একা পাবে না। ত্রিশঙ্কু হবে। সেক্ষেত্রে কিন্তু ক্ষমতার কেন্দ্রে উঠে আসতে পারে দেবেগৌড়ার JDS।
যেমন সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা। এই সমীক্ষা অনুযায়ী, এবার কর্ণাটকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারবে না কোনও দলই। কর্ণাটকের ২২৪টি আসনে ম্য়াজিক ফিগার ১১৩। সি ভোটারের Exit poll অনুযায়ী, ১০০ থেকে ১১২টি আসনে জিতে ক্ষমতার কাছাকাছি পৌঁছতে পারে কংগ্রেস। গতবারের প্রথম বৃহত্তম দল বিজেপি এবার দ্বিতীয় স্থানে নেমে ৮৩ থেকে ৯৫টি আসনে জয়ী হতে পারে। ২১ থেকে ২৯টি আসনে জিতে কিংমেকার হতে পারে দেবগৌড়ার দল জেডিএস। ২ থেকে ৬টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।
সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত, কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিয়ে ভোট শতাংশের নিরিখে সবার ওপরে উঠে আশতে পারে কংগ্রেস। তারা পেতে পারে ৪১ শতাংশ ভোট। ৩৮ শতাংশ ভোট যেতে পারে বিজেপির পক্ষে। দেবগৌড়ার জেডিএস পেতে পারে ১৫ শতাংশ ভোট এবং অন্যরা প্রায় ৬ শতাংশ ভোট পেতে পারে কর্ণাটকে
কীভাবে সমীক্ষা?
৪১৭১৫ জনের সঙ্গে কথা বলেছেন C VOTER-এর সমীক্ষকরা। ২২৪টি বিধানসভা কেন্দ্র ও ২৮টি লোকসভা কেন্দ্রের ভোটারদের সঙ্গে কথা বলেছেন তাঁরা।
রাজ্য়স্তরে মার্জিন অফ এররের সম্ভাবনা +/-৩
আঞ্চলিকস্তরে মার্জিন অফ এররের সম্ভাবনা +/-৩
কী বলছে অন্য সমীক্ষাগুলি?
AXIS MY INDIA-র Exit poll-এ ইঙ্গিত, কর্ণাটকে ১২২ থেকে ১৪০টি আসনে জিতে ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস। কংগ্রেসের কাছে ক্ষমতা হারিয়ে বিজেপি পেতে পারে ৬২ থেকে ৮০টি আসনে। ২০ থেকে ২৫টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে জেডিএস-এর। অন্যরা সর্বাধিক ৩টি আসনে জয়ী হতে পারে বলে Exit poll-এ ইঙ্গিত। এই বুধ ফেরত সমীক্ষা অনুযায়ী, কর্ণাটকে ৪৩ শতাংশ ভোট যেতে পারে কংগ্রেসের পক্ষে। বিজেপি পেতে পারে ৩৫ শতাংশ ভোট। ১৬ শতাংশ ভোট পেতে পারে জেডিএস। অন্যরা ৬ শতাংশ ভোট পেতে পারে বলে Exit poll-এ ইঙ্গিত।
টুডেজ চাণক্য-র Exit poll অনুযায়ীও চমক দেখাতে পারে রাহুল গাঁধীর দল। কর্ণাটকে ১২০টি আসনে জিতে ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস। এই সমীক্ষায় ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে পারে কংগ্রেস। ৯২টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির। জেডিএস জিততে পারে সর্বাধিক ১২টি আসনে।
P-MARQ, MATRIZE, ETG RESEARCH,- Polstrat-এর বুথ ফের সমীক্ষা অনুযায়ী কোনওটাতেই একা ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না কেউ। সবেতেই ত্রিশঙ্কুর সম্ভাবনা। সেক্ষেত্রে কিংমেকার হতে পারে জেডিএস?
CGS-এর Exit poll-এ ইঙ্গিত, অন্তত ১১৪টি আসনে জিতে ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে পারে বিজেপি। বিজেপির ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত দিয়েছে জন কি বাত-এর Exit poll।
জয় যে শিবিরেরই হোক, মোটামুটি একটা ধারাবাহিক আসন সংখ্য়া পেতে পারে জেডিএস-এমন ইঙ্গিত দিয়েছে প্রায় সব বুথ ফেরত সমীক্ষাই। গত বিধানসভা নির্বাচনে কর্ণাটকে সরকার গড়েছিল কংগ্রেস ও জেডিএস জোট। কিন্তু, কিছুদিনের মধ্য়েই কংগ্রেস ও জেডিএসে ভাঙন ধরায় বিজেপি। ক্ষমতা দখল করে গেরুয়া শিবির। এবার কী হবে? উত্তর মিলবে ১৩ মে।
এক্সিট পোল মিলবে কি মিলবে না তা জানা যায় না। সেই কারণেই সব এক্সিট পোলের হিসেবই রাখা হয়েছে। আসল ফলাফল বলবেন জনগণ।
আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?