bardhaman durgapur Loksabha Election Result 2024: নতুন মাঠে খেলে কীর্তি আজাদের কাছে হার দিলীপের, বর্ধমান-দুর্গাপুরে ফুটল ঘাসফুল
Bardhaman Durgapur Loksabha Election Result 2024: ২০১৯ এর মেদিনীপুরের জয়ী প্রার্থীকে বর্ধমান-দুর্গাপুরে এনে অ্যাসিড টেস্টের মুখ ফেলেছিল বিজেপি। আত্মবিশ্বাসী ছিলেন দিলীপও। কিন্তু শেষ রক্ষা হল না।

দুর্গাপুর : একুশের পর বাংলার আকাশে ফের একবার উড়ল সবুজ আবির। বর্ধমান - দুর্গাপুর কেন্দ্র থেকে জয় পেলেন তৃণমূলের কীর্তি আজাদ। দিলীপ ঘোষকে বিরাট ব্যাবধানে হারালেন প্রাক্তন ক্রিকেটার। দিলীপ ঘোষ নতুন আসনে হারলেন, আবার মেদিনীপুর আসনও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। বর্ধমান-দুর্গাপুর থেকে তৃণমূলের কীর্তি আজাদ জয় পেলেন ১ লক্ষ ৩৭ হাজার ৫৬৪ ভোটে। ২০১৯ এর মেদিনীপুরের জয়ী প্রার্থীকে বর্ধমান-দুর্গাপুরে এনে অ্যাসিড টেস্টের মুখ ফেলেছিল বিজেপি। আত্মবিশ্বাসী ছিলেন দিলীপও। কিন্তু শেষ রক্ষা হল না।
যদিও 'অবকি বার ৪০০ পার'-এর নরেন্দ্র মোদির স্লোগান মুখ থুবড়ে পড়েছে। ম্য়াজিক ফিগার ২৭২-ই ছুঁতে পারলেন না নরেন্দ্র মোদি। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্য়র্থ হল মোদি-শাহ জুটি। সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্য়া পেল NDA ।কিন্তু, শরিকদের 'দাক্ষিণ্য়ের' ওপর ভরসা করে থাকতে হবে নরেন্দ্র মোদিকে। উল্টোদিকে সব হিসাব নিকাশ উল্টেপাল্টে দিয়ে বড়সড় চমক দিল কংগ্রেস নেতৃত্বাধীন INDIA।
প্রার্থী কারা
এবার বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী ছিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। আর বিজেপি এবার ব্যাটন তুলে দিয়েছিল দলের ডিপেন্ডেবল খেলোয়াড় দিলীপ ঘোষকে, একেবারে মেদিনীপুর থেকে তুলে এনে। বামেদের তরফে লড়েন বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল। এখানে ভোট হয়েছে ১৩ মে, অর্থাৎ চতুর্থ দফায়। এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা ছিল।
কেন্দ্রের হালচাল
২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের পর তৈরি হয়েছিল এই লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা। তার মধ্যে পাঁচটি রয়েছে পূর্ব বর্ধমান জেলায়, আর দুটি বিধানসভা আসন রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। এই কেন্দ্র এবার হেভিওয়েট প্রার্থীদের কারণে ভোট শুরু থেকেই নজরে।
২০১৯ সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। গতবার এই আসনে বিজেপির প্রার্থী ছিলেন এস এস অহলুওয়ালিয়া, যিনি আগে দার্জিলিংয়ের সাংসদ ছিলেন। মাত্র ৩ হাজারের কাছাকাছি ভোটের ব্যবধানে অহলুওয়ালিয়া তাঁর নিকটতম তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতাকে হারান।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীনে ৭ বিধানসভা কেন্দ্র। বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম। গত বিধানসভা নির্বাচনে এই লোকসভার অধীনে থাকায় সাতটি বিধানসভা আসনের ৬টিতেই জিতেছিল তৃণমূল। মাত্র একটিতে ফুটেছিল পদ্মফুল।
রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
