KMC Election 2021: 'বাধা দিলে উপযুক্ত ব্যবস্থা', বামেদের ক্যাম্প অফিসে গিয়ে আশ্বাস তৃণমূল প্রার্থীর
কোথাও তৃণমূল কর্মীদের জমায়েত দেখলে নিজেই তৎপর হয়ে তা সরালেন প্রার্থী। বামেদের (CPM) ক্যাম্প অফিসে গিয়ে আশ্বাস দেন, তৃণমূল কর্মীরা (TMC) বাধা দিলে তাঁকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা: চলছে কলকাতা পুরভোট। আর ভোটের (Kolkata Municipality Election) দিন সকালেই পথে নামলেন ১১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী (Trinamool Candidate) তারক সিং। কোথাও তৃণমূল কর্মীদের জমায়েত দেখলে নিজেই তৎপর হয়ে তা সরালেন প্রার্থী। বামেদের (CPM) ক্যাম্প অফিসে গিয়ে আশ্বাস দেন, তৃণমূল কর্মীরা (TMC) বাধা দিলে তাঁকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। অন্যদিকে ভোট শুরুর আগেই ৩৬ নম্বর ওয়ার্ডে শিয়ালদায় টাকি বয়েজ স্কুলে উত্তেজনা। কংগ্রেস এজেন্টকে বুথে বসতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভিডিও প্রকাশ করে কংগ্রেসের দাবি, বুথের বাইরে লাঠি হাতে দাঁড়িয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দৌড়ে ধাওয়া করেন কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ। প্রতিবাদে পথ অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। পরে লাঠি উঁচিয়ে জমায়েত হঠায় পুলিশ। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের (TMC)।
শ্যামবাজারে (Shymbazar) ৭ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা। বিজেপি (BJP) প্রার্থী ব্রজেশ ঝাকে বুথে ঢুকতে বাধা, হেনস্থার দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি প্রার্থীর। ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থীর। এর আগে নির্দল প্রার্থীর হয়ে কথা বলতে যাওয়ায় বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-র সঙ্গে তৃণমূল কর্মীদের (TMC Worker) বচসা হয়। শাসকদলের প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি বুথে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। কংগ্রেস (Congress) ও নির্দল প্রার্থীর অভিযোগ, পুলিশের সামনেই বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের (TMC)।
অশান্তির ছবি কসবাতেও। বোসপুকুর এলাকায় ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএম এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কান্নায় ভেঙে পড়েন বাম এজেন্টের মা। খবর পেয়ে এজেন্টের বাড়িতে যান সিপিএম প্রার্থী দীপু দাস। পুলিশ নিষ্ক্রিয়, দাবি বাম প্রার্থীর।