KMC Election Result 2021 Live: বিরোধী-শাসক দলের ব্যবধান কয়েক যোজন, পুরভোটের ফলাফলে প্রমাণিত: পার্থ
KMC Election Result 2021 Live Updates: পুরভোটে বড় ধাক্কা খেল বিজেপি। ভোট প্রাপ্তির নিরিখে বামেরা ওপরে এল। জেনে নিন পুরভোটের রেজাল্টের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
কলকাতা পুরসভা (Kolkata Municipality) কার দখলে? কোন দলের দখলে গেল কোন কোন ওয়ার্ড? আজ জানা যাবে উত্তর। সকাল ৮টা থেকে শুরু হবে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা। মোট ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রেই ৭টি টেবিলে হবে গণনা। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার।
প্রতিটি গণনা কেন্দ্রের (Voting Counter) ২০০ মিটারের মধ্যে জারি থাকছে ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন থাকবেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি চলবে ড্রোনের মাধ্যমেও। কাউন্টিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
বরো ১ ও ২-এর ভোটগণনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। বরো ১ গঠিত কলকাতা পুরসভার ১ থেকে ৯, ৯টি ওয়ার্ড নিয়ে। আর বরো ২ গঠিত ১০ থেকে ২০ নম্বর ওয়ার্ড, মোট ৯ টি ওয়ার্ড নিয়ে।
কলকাতা পুরসভার ৩ থেকে ৬ নম্বর বরোর ভোটগণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৩, ১১ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৫, আর বরো ৪ ও ৬ গঠিত ১০ টি ওয়ার্ড নিয়ে। বরো ৭-এর ভোটগণনা হবে গীতাঞ্জলী স্টেডিয়ামে। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৭। ওয়ার্ডগুলি হল ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৩, ৬৪, ৬৫, ৬৬ ও ৬৭। ১১ ওয়ার্ডের বরো ৮-এর গণনা হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিংয়ে। (যা আগে পরিচিত ছিল ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ হিসেবে।) ১০ ওয়ার্ডের বরো ৯-এর ভোটগণনা হবে হেস্টিংয়ের ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যানে।
১২ ওয়ার্ডের বরো ১০-এর ভোটগণনা হবে যোধপুর পার্ক বয়েজ স্কুলে। ওয়ার্ডগুলি হল ৮১, ৮৯, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯ ও ১০০ । ৭ ওয়ার্ডের বরো ১১-এর ভোটগণনা যোধপুর পার্ক গার্লস স্কুলে। বরো ১২-এর ভোটগণনা গীতাঞ্জলী স্টেডিয়ামে। মোট ওয়ার্ড সংখ্যা ৭। ৭ ওয়ার্ডের বরো ১৩-এর ভোটগণনা বরিষা হাইস্কুলে। বরো ১৪-এর ভোটগণনা হবে বিবেকানন্দ স্কুলে। মোট ওয়ার্ড ৭ টি। ৯ ওয়ার্ডের বরো ১৫-এর ভোটগণনা সিস্টার নিবেদিতা গর্ভমেন্ট কলেজ এফ গার্লস-এ। বরো ১৬-এর ভোটগণনা ব্রতচারী বিদ্যাশ্রমে। ওয়ার্ড সংখ্যা ৭।
KMC Election Result 2021 Live: এবার অন্যতম চমক ছিল হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়কের আত্মীয়দের প্রার্থী হওয়া
কলকাতার পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার অন্যতম চমক ছিল হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়কের আত্মীয়দের প্রার্থী হওয়া।
KMC Election Result 2021 Live Updates: এবার প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে টেক্কা দিল বামেরা
এবার প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে টেক্কা দিল বামেরা। এমনকী, একা সিপিএমের প্রাপ্ত ভোটের হারও বিজেপির থেকে বেশি।
KMC Election Result 2021 Live: কলকাতা পুরভোটে ঝড় তুলল তৃণমূল, ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতেই জিতল ঘাসফুল শিবির
কলকাতা পুরভোটে ঝড় তুলল তৃণমূল। ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতেই জিতল ঘাসফুল শিবির। বিজেপির ঝুলিতে গেল তিনটি আসন। বাম-কংগ্রেস দু’টি করে আসনে এবং নির্দলরা তিনটি আসনে জিতেছে। প্রাপ্ত ভোটের হারের নিরিখে বিজেপিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। কলকাতা পুরভোটে তৃণমূল একাই পেল ৭২% ভোট। মাটি হারিয়ে বিজেপির ভোট নামল ৯ শতাংশে। কিছুটা ঘুরে দাঁড়িয়ে বামেরা পেল ১২% ভোট। কংগ্রেস পেল ৪% ভোট
KMC Election Result 2021 Live Updates: ৬১ শতাংশ ভোট ছ’মাসের মধ্যে পৌঁছে গেল ৭২ শতাংশে
কলকাতা পুরসভার ইতিহাসে নজিরবিহীন জয়। একশো চৌত্রিশটা আসনে জেতা শুধু নয়, বিধানসভা ভোটে কলকাতা পুর-এলাকায় তৃণমূলের পাওয়া একষট্টি শতাংশ ভোট, ছ’মাসের মধ্যে পৌঁছে গেল বাহাত্তর শতাংশে। আর পাশাপাশি অবশ্যই বলতে হবে যেটা, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিল বামেরা। আবার পঁয়ষট্টিটা ওয়ার্ডে যেখানে বামেরা দ্বিতীয় স্থানে, সেখানে বিজেপি মাত্র সাতচল্লিশটায়। বিধানসভা ভোটের নিরিখে, কলকাতায় বিজেপির পাওয়া উনত্রিশ শতাংশ ভোট, পুরভোটে কমে দাঁড়াল মাত্র নয় শতাংশে।
KMC Election Result 2021 Live: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের ট্রেন্ড স্পষ্ট হতেই কালীঘাটে তৃণমূল কর্মীদের বিজয়োত্সব
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের ট্রেন্ড স্পষ্ট হতেই কালীঘাটে তৃণমূল কর্মীদের বিজয়োত্সব। সাউন্ড বক্স বাজিয়ে গানের তালে নাচ। চলল আবীর খেলা, মিষ্টি বিলি