Elections 2024:'যাঁরা বলেন রাতে টিভিতে দেখবেন সকালে সামনে দেখবেন, তাঁরা কেউ থাকবেন না', কাকে বললেন লকেট?
Locket Chatterjee:'যাঁরা বলেন, রাতে টিভিতে দেখবেন সকালে সামনে দেখবেন, তাঁরা কেউ থাকবেন না। আর মাঝে মধ্যে বলবেন টুকি টুকি', সিঙ্গুরের জনসভায় বার্তা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের।
হুগলি: 'যাঁরা বলেন, রাতে টিভিতে দেখবেন সকালে সামনে দেখবেন, তাঁরা কেউ থাকবেন না। আর মাঝে মধ্যে বলবেন টুকি টুকি। আর তাঁরা বলবেন, এই তো আমায় দেখতে পাচ্ছেন। তাঁরা শুধু টুকি টুকি করবেন! এইসবের মধ্যে পা দেবেন না। যাঁরা মানুষের সেবায় নিযুক্ত আছেন, তাঁরাই সারাজীবন আপনাদের পাশে থাকবেন', সিঙ্গুরের জনসভায় বার্তা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। কার উদ্দেশে এই বার্তা তাঁর? রাজনৈতিক মহলের বক্তব্য, গত কয়েক দিনের কথাবার্তা খেয়াল করলেই বোঝা যাবে।
যা হল...
হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচন এখনও প্রায় ২মাস বাকি। কিন্তু যত দিন যাচ্ছে, বিজেপি-তৃণমুলের দুই হেভিওয়েট প্রার্থীর বাক্য বিনিময় বঙ্গ রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে। একদিকে পাঁচ বছরের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের নতুন মুখ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। দু'জনে একসঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন। এখনও পর্যন্ত বন্ধুত্ব বজায় রেখে সৌজন্যমূলক বক্তব্য রাখলেও নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাক্য বিনিময়ের ঝাঁঝ বাড়ছে। প্রসঙ্গত, গত কাল, সিঙ্গুরেরই বেড়াবেড়িতে তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায় জনতার উদ্দেশে বার্তা রেখেছিলেন। তার পর সিঙ্গুরের বাগডাঙ্গা-ছিনামোর গ্রাম পঞ্চায়েত এলাকার দাইপুকুর এলাকার শ্মশান কালিতলায় আয়োজিত বসন্ত উৎসবে যোগ দিয়ে মানুষের উদ্দেশে আজ এ কথা বললেন হুগলির বিজেপি প্রার্থী।। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই হাসতে হাসতে এ কথা জানান লকেট।
প্রেক্ষাপট...
গত ১০ মার্চ, হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে কিছুটা চমকে দিয়েছিল তৃণমূল। উল্টো দিকে রয়েছেন তাঁরই প্রাক্তন সতীর্থ লকেট চট্টোপাধ্যায়। যদিও লকেট প্রথমেই বলেছিলেন, 'এটা কোনও অভিনেত্রীদের লড়াই নয়।এটা হচ্ছে মোদিজির ভোট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মোদিজিই হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ৪২ টি আসন নিয়ে কখনও প্রধানমন্ত্রী হতেও পারবেন না।এবারে উনি জানেন, খাড়গে কীসব নামটাম বলেছিলেন ! নিজের নামও করেননি। জানেন হতে (প্রধানমন্ত্রী) পারবেন না। ৪২ টি আসন নিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। এই লড়াইটা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে মোদিজির লড়াই। মোদি বনাম মমতার লড়াই। এখানে কোনও অভিনেত্রী দিয়ে, জাঁকজমক দিয়ে, দিদি নং ওয়ান দিয়ে যিনি এই দুর্নীতিগুলিকে ধামা চাপা দিতে চায়... দিদি নং ওয়ান আপনারা টিভির পর্দায় দেখেন, কিন্তু প্রকৃত দিদি নং ১ হচ্ছেন সেই সন্দেশখালির মহিলারা।'
আরও পড়ুন:বচসার জেরে আত্মীয়ের বাঁশের আঘাতে মৃত মদ্যপ, তীব্র উত্তেজনা চুঁচুড়ায়