এক্সপ্লোর
শত্রুঘ্নর স্ত্রী সপা-য়, লখনউয়ে প্রার্থী হচ্ছেন রাজনাথের বিরুদ্ধে?
সপা-র তরফে ট্যুইট করে বলা হয়েছে, লখনউয়ে দলীয় নেত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে দলে সামিল হয়েছেন পুনম সিনহা। কনৌজের সপা সাংসদ তথা দলের প্রধান অখিলেশ সিংহ যাদবের স্ত্রী ডিম্পলের সামনে শত্রুঘ্ন-পত্নীর দলে যোগদানের ছবিও ট্যুইট করেছে সপা।

লখনউ: শত্রুঘ্ন সিনহার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের পর এবার সমাজবাদী পার্টিতে (সপা) সামিল হলেন তাঁর স্ত্রী পুনম সিনহা। সপা-র তরফে ট্যুইট করে বলা হয়েছে, লখনউয়ে দলীয় নেত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে দলে সামিল হয়েছেন পুনম সিনহা। কনৌজের সপা সাংসদ তথা দলের প্রধান অখিলেশ সিংহ যাদবের স্ত্রী ডিম্পলের সামনে শত্রুঘ্ন-পত্নীর দলে যোগদানের ছবিও ট্যুইট করেছে সপা। দলীয় সূত্রের খবর, পুনমকে লখনউ লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি প্রার্থী রাজনাথ সিংহের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে। রাজনাথ শুক্রবার লখনউয়ে মনোনয়ন পেশ করেছেন। ৬ মে লখনউয়ে ভোটগ্রহণ।
आज लखनऊ में सांसद श्रीमती डिम्पल यादव जी की उपस्थिति में श्रीमती पूनम सिन्हा जी ने समाजवादी पार्टी की सदस्यता ग्रहण की। pic.twitter.com/AdjeuaYBc3
— Samajwadi Party (@samajwadiparty) April 16, 2019
প্রসঙ্গত, প্রাক্তন বলিউড তারকা শত্রুঘ্নকে পটনাসাহিবে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















