ঘাসের জমিতে পদ্ম চাষ, কংগ্রেস ক্ষয়িষ্ণু, মুছে যাবে বাম- ইঙ্গিত নিয়েলসেনের সমীক্ষায়
২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে কতগুলো আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস?
একবার দেখে নিন সম্ভাব্য জয়ীদের তালিকা-
১ কোচবিহার- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২ আলিপুরদুয়ার- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩ জলপাইগুড়ি- সম্ভাব্য জয়ী তৃণমূল (২০১৪ সালে এই আসন ছিল তৃণমূলের দখলে)
৪ দার্জিলিং- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসন ছিল বিজেপির দখলে)
৫ রায়গঞ্জ- সম্ভাব্য জয়ী তৃণমূল। হারতে পারেন ২০১৪ সালের জয়ী সাংসদ সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।
৬ বালুরঘাট- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসন ছিল তৃণমূলের দখলে)
৭ মালদা উত্তর- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসন থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন মৌসম বেনজির নুর)
৮ মালদা দক্ষিণ- সম্ভাব্য জয়ী কংগ্রেস (২০১৪ সালে এই আসন ছিল কংগ্রেসের দখলে)
৯ জঙ্গিপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। হারতে পারেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখপাধ্যায়ের ছেলে, ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে জয়ী অভিজিত্ মুখোপাধ্যায়।
১০ বহরমপুর- সম্ভাব্য জয়ী কংগ্রেস। গড় ধরে রাখার সম্ভাবনা অধীর রঞ্জন চৌধুরির।
১১ মুর্শিদাবাদ- সম্ভাব্য জয়ী বিজেপি। জিততে পারেন হুমায়ন কবীর। ২০১৪ সালে এই আসনে জয়ী হয়েছিলেন বামেরা।
১২ কৃষ্ণনগর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সাংসদ হয়েছিলেন তাপস পাল।)
১৩ রানাঘাট- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
১৪ বনগাঁ- সম্ভাব্য জয়ী তৃণমূল। এবারও জিততে পারেন মমতাবালা ঠাকুর।
১৫ ব্যারাকপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। এবারও জিততে পারেন দীনেশ ত্রিবেদি।
১৬ হাওড়া- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
১৭ উলুবেড়িয়া- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
১৮ শ্রীরামপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। এবারও জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
১৯ হুগলি- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২০ আরামবাগ- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২১ তমলুক- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২২ কাঁথি- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী)
২৩ ঘাটাল- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী)
২৪ ঝাড়গ্রাম- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২৫ মেদিনীপুর- সম্ভাব্য জয়ী বিজেপি। এই আসনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জয়ের ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২৬ পুরুলিয়া- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২৭ বাঁকুড়া- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
২৮ বিষ্ণুপুর- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমিত্র খাঁ)। এবার বিজেপির টিকিটে প্রার্থী হওয়া সোমিত্র খাঁ-র জেতার ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা।
২৯ বর্ধমান পূর্ব- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩০ বর্ধমান-দুর্গাপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস
৩১ আসানসোল- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল বিজেপি)। এই ভোটে মন্ত্রী বাবুল সুপ্রিয়র হারের ইঙ্গিত সমীক্ষায়। জিততে পারেন তারকা প্রার্থী মুনমুন সেন।
৩২ বোলপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৩ বীরভূম- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৪ দমদম- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৫ বারাসাত- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৬ বসিরহাট- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস) এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন নায়িকা নুসরত জাহান। তাঁর জেতার ইঙ্গিত সমীক্ষায়।
৩৭ জয়নগর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৮ মথুরাপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৩৯ ডায়মন্ড হারবার- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস) এবার জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইঙ্গিত নিয়েলসেনের সমীক্ষায়।
৪০ যাদবপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস) এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর জয়ের ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষা।
৪১ কলকাতা দক্ষিণ- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)
৪২ কলকাতা উত্তর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)