ক্ষমতা হারানোর জের? ছত্তীসগঢ়ে ১০ জয়ী সাংসদকে টিকিট দিচ্ছে না বিজেপি, খোঁজ নতুন মুখের
নয়াদিল্লি: জয়ী সাংসদদের একজনও টিকিট পাচ্ছেন না। ছত্তীসগঢ়ে জেতা ১০ আসনেই এবার নতুন প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। বিজেপির তরফে ছত্তীসগঢ়ের দায়িত্বে থাকা নেতা অনিল জৈন জানিয়েছেন, “আমরা এবার নতুন প্রার্থী দেব এবং নয়া উদ্যমে নির্বাচনে লড়ব।”
ষোড়শ লোকসভা নির্বাচনে ছত্তীসগঢ়ের ১১ আসনের মধ্যে ১০টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। মাত্র একটি আসন গিয়েছিল কংগ্রেসের দখলে। রমন সিংহের নেতৃত্বে ছত্তীসগঢ়ে সেটাই ছিল গেরুয়া শিবিরের অন্যতম বড় জয়। তবে গত বছর ছত্তীসডঢ়ে ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি। ১৫ বছর টানা ক্ষমতায় থাকার পর ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয় শাসক দলের। মোদি-শাহ জুটি এখানে একেবারে মুখ থুবড়ে পড়া। হারের দায়ভার নিজের উপর নেন বিদায়ী মুখ্যমন্ত্রী রমন সিংহ।
বিধানসভায় ৯০টি আসনের মধ্যে স্রেফ ১৫টি আসনই যায় বিজেপির ঝুলিতে। আঞ্চলিক দল জনতা কংগ্রেস জয় পায় ৭টি আসনে। বাকি ৬৮টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার গড়ে কংগ্রেস। বিজেপি ও কংগ্রেসের মধ্যে ভোটের ফারাক দাঁড়ায় ১০ শতাংশ। এই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হন ভূপেশ বাঘেল।
এমন অবস্থায় ছত্তীশগঢ়ে প্রত্যাশিত ফল করতে নতুন রণকৌশল ছকে ফেলল বিজেপি। মোদির নেতৃত্বাধীন বিজেপির নির্বাচনী কমিটি ঠিক করেছে, এবার ছত্তীসগঢ়ের জয়ী সাংসদদের কেউই টিকিট পাবেন না। এমনকি তাঁদের পরিবারেরও কাউকেও টিকিট দেওয়া হবে না। একেবারে নতুন মুখ নিয়েই ছত্তীসগঢ়ে সপ্তদশ লোকসভা নির্বাচন লড়বে তারা।