প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রুপাত্মক পুস্তিকা প্রকাশ, প্রকাশকের বিরুদ্ধে এফআইআর দায়ের
বুধবার আমেদাবাদের পালদি পুলিশ স্টেশনে ওই পুস্তিকার প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী জয়েশ শাহ নামের প্রকাশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আমদাবাদ: নোটবন্দি, জিএসটি, রাফাল চুক্তি সহ আরও একাধিক বিষয় নিয়ে চলতি মাসের ৩ তারিখ প্রকাশিত হয়েছে পুস্তিকা ‘চৌকিদার পে চর্চা’। প্রকাশের সপ্তাহ দুয়েক পর নির্বাচন কমিশনের নজরে আসতেই পুস্তিকা প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের মডেল কোড অব কনডাক্ট কমিটি।
ওই পুস্তিকায় প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করা হয়েছে। নরেন্দ্র মোদির ৬০টি কার্টুন বিশিষ্ট এই পুস্তিকা নিয়ে কমিশনের স্পষ্ট অভিযোগ, নির্বাচন বিধি ভেঙেই এই পুস্তিকা প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, যেকোনও প্রকাশিত পুস্তিকায় প্রকাশের দিন উল্লেখ করার যে নিয়ম রয়েছে তাও মানা হয়নি। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ৩ এপ্রিল এই পুস্তিকা প্রকাশ করা হয়েছে। শুধু তারিখই নয়, প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্ট (১৯৫২) অনুযায়ী আরও যে যে তথ্য পুস্তিকায় থাকার প্রয়োজন, তাও ছাপানো হয়নি। সেক্ষেত্রে আইনি জটিলতাও তৈরি হয়েছে। উঠেছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্টের আইন ভঙ্গেরও অভিযোগ।
বুধবার আমেদাবাদের পালদি পুলিশ স্টেশনে ওই পুস্তিকার প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী জয়েশ শাহ নামের প্রকাশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।