এক্সপ্লোর
রৌরকেল্লায় নবীন পট্টনায়কের চপারে তল্লাসি কমিশনের ফ্লাইং স্কোয়াডের
মঙ্গলবারের এই তল্লাসির সময় ওড়িষার মুখ্যমন্ত্রী ওই স্কোয়াডের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন, পুরো প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত চপারের ভিতরে অপেক্ষা করেছেন বলে তাঁর দল বিজু জনতা দল (বিজেডি) সূত্রে বলা হয়েছে।

ভুবনেশ্বর: নবীন পট্টনায়কের চপারের তল্লাসি করেছেন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের লোকজন। মঙ্গলবারের এই তল্লাসির সময় ওড়িষার মুখ্যমন্ত্রী ওই স্কোয়াডের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন, পুরো প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত চপারের ভিতরে অপেক্ষা করেছেন বলে তাঁর দল বিজু জনতা দল (বিজেডি) সূত্রে বলা হয়েছে। গতকাল রৌরকেল্লায় রোড শো করতে গিয়েছিলেন তিনি। বিজেডি সভাপতি ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এক অফিসার বলেন, উনি সেখানে নামা মাত্রই নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ স্কোয়াডের অফিসাররা গিয়ে চপার ও লাগেজ পরীক্ষা করে দেখার অনুমতি চান তাঁর কাছে। তিনি সম্মতি দিলে তল্লাশি শুরু হয়। যত বড় প্রভাবশালী ব্যক্তিত্বই হোন না কেন, কমিশনের ফ্লাইং স্কোয়াডকে চপারে ঢুকে এ ধরনের তল্লাসি চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওড়িষার নির্বাচন কমিশনের লোকজন। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের চপারেও ফ্লাইং স্কোয়াডকে দিয়ে তল্লাসি চালানো হয়।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















