এক্সপ্লোর
ওদের মূর্খের স্বর্গেই থাকতে দিন! বিজেপিকে কটাক্ষ, পটনা সাহিবে মোদির বিরুদ্ধে লড়তে পারলে ভাল লাগত, বললেন শত্রুঘ্ন
পটনাসাহিব থেকে ফের, তৃতীয়বার জেতার লড়াইয়ে নেমেছেন তিনি। বিজেপির দাবি খন্ডন করতে অতীতে এই কেন্দ্রে কংগ্রেস, আরজেডি প্রার্থীদের জয়ের উদাহরণ দেন শত্রুঘ্ন।

পটনা: বিজেপি ছেড়ে কংগ্রেসে এসেছেন। প্রাক্তন দলকে নিশানা করলেন কংগ্রেসের টিকিটে পটনাসাহিব কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পটনাসাহিব তাদের গপটনাসাহিব থেকে ফের, তৃতীয়বার জেতার লড়াইয়ে নেমেছেন তিনি। বিজেপির দাবি খন্ডন করতে অতীতে এই কেন্দ্রে কংগ্রেস, আরজেডি প্রার্থীদের জয়ের উদাহরণ দেন শত্রুঘ্ন।ড়, বিজেপির এই দাবি উড়িয়ে ‘বিহারিবাবু’ বলেছেন, ওদের মূর্খের স্বর্গেই থাকতে দিন। পটনাসাহিবের ভোটাররাই ওদের শিক্ষা দেবেন। বলেন, কয়েকটি মহলের খবর ছিল, নরেন্দ্র মোদি নিজে বারাণসীর পাশাপাশি পটনা সাহিব থেকেও প্রার্থী হবেন। তার কী হল? ওখানে ওঁর বিরুদ্ধে লড়তে পারলে ভাল লাগত। মোদির কট্টর সমালোচক শত্রুঘ্নের বিরুদ্ধে পটনাসাহিবের বিজেপির টিকিটে লড়ছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী, চারবারের রাজ্যসভা সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এটাই তাঁর প্রথম লোকসভা ভোট। প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন নিজেও দুবার রাজ্যসভা সাংসদ ছিলেন, প্রয়াত অটলবিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রীও হন। বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পটনাসাহিবে প্রার্থী হলেও বিজেপির কাছে হারতেন বলে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাকেও কটাক্ষ করে শত্রুঘ্ন বলেন, বাস্তব পরিস্থিতি আড়াল করে মোদি, অমিত শাহকে খুশি করতেই এসব বলা হচ্ছে। সুশীল মোদির নাম না করে তিনি বলেন, পুরভোটেও জেতার ক্ষমতা নেই, এমন একজনকে দাঁড় না করিয়ে উনি নিজেই বরং আমার সঙ্গে লড়াইয়ে নামতে পারতেন। প্রসঙ্গত, ২০০৯-এ শত্রুঘ্ন বিজেপির টিকিটে পটনা সাহিবে কংগ্রেস প্রার্থী শেখর সুমনকে হারান, ২০১৪-য় পরাজিত করেন কংগ্রেস প্রার্থী ভোজপুরী অভিনেতা কুণালকে।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















