Abhijit on Bhupatinagar Incident : 'ওরা রাষ্ট্রদ্রোহী', ভূপতিনগরকাণ্ডে কী দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ?
Purba Medinipur News: সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগর। ED-র পর NIA। তিনমাসের মাথায় ফের রাজ্যে হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি।
তমলুক : ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। এনিয়ে এবার সরব হলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের কাছে দাবি জানালেন।
কী ঘটেছে ভূপতিনগরে ?
সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগর। ED-র পর NIA। তিনমাসের মাথায় ফের রাজ্যে হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ-মামলার তদন্তে দুই তৃণমূল নেতাকে আটক করে নিয়ে আসার সময় NIA-র গাড়িতে হামলা, ইট, পাথরবৃষ্টি, ভাঙা হল পুলিশের স্টিকার লাগানো গাড়ির কাচ। মাথা ফাটল NIA আধিকারিকের।
NIA-র দাবি, ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে তলব এড়ানো দুই সন্দেহভাজন বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময়, সকাল ৬টা নাগাদ তাদের গাড়িতে হামলা হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ইট, পাথরবৃষ্টি। ভেঙে দেওয়া হয় NIA-র গাড়ির কাচ। পুলিশের দাবি, অভিযানের জন্য বাহিনী দেওয়ার আগেই NIA-র একটি দল গ্রামে পৌঁছে যায়। তখনই এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে গুরুতর আঘাত, সরকারি সম্পত্তি নষ্ট, মারধর, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
এই ঘটনার প্রতিবাদেরই সরব হন তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "এর মানে তো তারা চাইছে, তদন্ত না হোক। এর ফল ভুগতে হবে। এনআইএ-র গায়ে হাত দেওয়া বা সিবিআই-ইডির গায়ে হাত দেওয়া এটা ধরে নেওয়া হয় যে, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা। যারা এই কাজ করল ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, তারা রাষ্ট্রদ্রোহী। তাদের বিরুদ্ধে উপযুক্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং নিতে হবে। এটা আমার দাবি ভারত সরকারের কাছে।"
ভূপতিনগরে বিস্ফোরণ-মামলায় তলব এড়ানো দুই তৃণমূল নেতা, কর্মীকে গ্রেফতার করেছে NIA। ধৃত বলাইচরণ মাইতি তৃণমূলের অঞ্চল সভাপতি, আরেক ধৃত মনোব্রত জানা স্থানীয় তৃণমূল নেতা। এর আগে দু’জনকে ২ বার তলব করে NIA। দু’জনেই হাজিরা এড়িয়েছিলেন। ধৃত বলাইচরণের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় NIA। বাড়িতে ঢুকেই সবকটি দরজা বন্ধ করে দেন তদন্তকারীরা। নিয়ে নেওয়া হয় তৃণমূল নেতার পরিবারের সবকটি মোবাইল ফোন। তাঁরা কারও সঙ্গে যোগাযোগ করেননি এবং তাঁদের বাড়ির সামনে NIA-র ওপর কোনও হামলা হয়নি বলে দাবি করেছেন ধৃত বলাইচরণের স্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।