Lok Sabha Election 2024: 'যত সন্ত্রাস করবেন, তত পদ্ম ফুটবে'- পুলিশ-হানার প্রসঙ্গ তুলে তোপ শাহের
Amit Shah:রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন শাহ। তৃণমূলকে শাহি 'হুঁশিয়ারি'
কলকাতা: ষষ্ঠ দফার ভোটের (Lok Sabha Poll 2024) আগে মঙ্গলবার রাত থেকে মেদিনীপুর জুড়ে একের পর এক বিজেপি নেতা বা বিজেপি নেতা ঘনিষ্ঠদের বাড়িতে পুলিশি হানা। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাড়াবাড়িতে যেমন পুলিশ হানা দিয়েছে, তেমনই ঘাটালের তৃণমূল প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের আপ্তসহায়কের বাড়িতে মধ্যরাতে হানা দিয়েছে পুলিশ। বিজেপি এক মন্ডল সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। আর বুধবারই রাজ্যে ঝোড়ো প্রচার সেরেছেন অমিত শাহ। কাঁথি, ঘাটাল-সহ ৪ জায়গায় সভা করেছেন শাহ। এর মধ্যে কাঁথি, ঘাটাল (Ghatal) লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন শাহ।
শুভেন্দু অধিকারী থেকে হিরণ- শাহের মুখে উঠে এল এই বিষয়গুলিই। তারই সঙ্গে তোপ দাগলেন তৃণমূল সরকারকেও।
মঙ্গলবার রাতে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশ হানা দেয়। পুলিশের দাবি ছিল, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাওয়া হয়েছিল। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের। সেই ঘটনায় কেশপুর থেকে ঘাটালের সভা না করেই হাজির হয়েছিলেন শুভেন্দু। তাঁর অভিযোগ ছিল, 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল।' পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি করেন শুভেন্দু। তখন রাজ্যের বিরোধী দলনেতার দাবি করেছিলেন, ঘটনা জানতে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার কাঁথিতে ভোটপ্রচারে এসে সেই প্রসঙ্গ তোলেন অমিত শাহ। তিনি বলেন, 'শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে। আমরা ভয় পাই না, পুলিশের অপব্যবহার বন্ধ করুন। না হলে বাংলার মানুষ ২-৪টি আসনও এবার দেবে না। শুভেন্দুর উপর মমতা যত অত্যাচার করবেন, শুভেন্দুকে বিজেপি তত বড় করবে।'
একই সঙ্গে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির বাড়িতে হানা দেয় পুলিশ (Lok Sabha Election 2024)। মাঝরাতে তমোঘ্ন দে-সহ ৩ বিজেপি নেতার বাড়িতে পুলিশ হানা দেয়। ঘটনাস্থলে পৌঁছলে হিরণের সঙ্গে পুলিশের তীব্র বাদানুবাদ শুরু হয়। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ খড়্গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন, প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। প্রচারে এই বিষয়টিও তুলে আনেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায় যত সন্ত্রাস করবেন, তত বেশি পদ্ম ফুটবে।' ডেবরায় হিরণের সমর্থনে সভা থেকে এমনই হুঙ্কার দেন অমিত শাহ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।