Suvendu Adhikari: 'অরূপের হাত দিয়ে এসেছে কালো টাকা', নিয়োগ 'দুর্নীতি'তে ২ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর
Suvendu Attacks Aroop Partha মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিককে নিশানা বিরোধী দলনেতার। নিয়োগ 'দুর্নীতি'তে ২ মন্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ শুভেন্দুর ?
কলকাতা: ভোটের মুখে পাহাড়ে নিয়োগ 'দুর্নীতি'তে ২ মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিককে নিশানা বিরোধী দলনেতার। 'অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে বেআইনি নিয়োগের কালো টাকা'। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
'অরূপের হাত দিয়ে কলকাতায় এসেছে নিয়োগের কালো টাকা'
'আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ। বেআইনি নিয়োগে সরাসরি যুক্ত অনীত থাপা', বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু', মানহানির মামলার পাল্টা হুঁশিয়ারি দিয়ে প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের। প্রতিক্রিয়া মেলেনি অরূপ বিশ্বাস ও অনীত থাপার। তিনি বলেন, 'চাকরি চোর ভরে গেছে বিখ্যাত নাম পরেশ অধিকারী। সব জায়গায় আছে। মেধাযুক্ত বেকার যুবক যুবতীরা চাকরি পায়নি, চাকরিগুলো সব বিক্রি করে দিয়েছে এরা (তৃণমূল)। '
'মোদিজি বলেছেন অর্ধেক চোর ভেতরে আছে, ভোটের পর বাকি অর্ধেক চোর জেলে যাবে'
অপরদিকে, তার মুখে শোনা যায় আরও একাধিক বিষয়। শুভন্দুর সংযোজন, 'মাল বাজারে স্বপনবাবুরা যত মাল কামিয়েছেন বের আমরা করব। মোদিজি বলেছেন অর্ধেক চোর ভেতরে আছে। ভোটের পর বাকি অর্ধেক চোর জেলে যাবে। এবারের ভোটে ১০০ শতাংশ বুধে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ১০০ শতাংশ বুথে ওয়েব ক্যামেরা থাকবে। চাকরি চুরির পর্দাফাঁস করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও পদত্যাগ করে মোদিজির পরিবারে নাম লিখিয়েছেন।' প্রসঙ্গত, চব্বিশের ভোটের অনেক আগে থেকেই নিয়োগ দুর্নীতির মামলায় সক্রিয় তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলাতেই শাসকদলের একাধিক হেভিওয়েটের নাম জড়িয়ে যায়। অনেকেই এই মুহূর্তে এই মামলায় গ্রেফতার হবার পর জেলে রয়েছেন। চব্বিশের ভোটে এই ইস্যু বড় প্রভাব ফেলবে কিনা, তা সময়ই বলে জানান দেবে।
'মোদিজির সরকার এলে..'
সন্দেশখালি নিয়েও কথা বলেছেন তিনি। তিনি বলেন,' সন্দেশখালির প্রার্থী রেখা পাত্র। শক্তিস্বরূপা, দেবী শক্তি। রেখাদের নির্যাতনের বদলা নিতে হবে। রেখাকে জয়ী করতে হবে। মোদিজির সরকার এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হবে এবং ৩০০০ টাকা মিলবে। সাড়ে ৪০০ টাকার গ্যাস মিলবে।
আরও পড়ুন, ৪দিন পার, ভূপতিনগরে NIA-র উপরে হামলায় এখনও গ্রেফতারি শূন্য
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।