(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Poll 2024: কোচবিহারে মাথা ফাটল BJP-র বুথ সভাপতির, TMC-র বিরুদ্ধে হামলার অভিযোগ
Cooch Behar BJP Attacked: কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায় উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির..
কোচবিহার: লোকসভা ভোটের আগে (Lok Sabha Election 2024) থেকেই অশান্ত কোচবিহার। এবার কোচবিহারে মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির। কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির (BJP)।
অশান্ত কোচবিহার
লোকসভা ভোটের আগের রাতেও অশান্ত কোচবিহার। হাঁসুয়া নিয়ে তৃণমূলকর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার দলের বুথ সভাপতির বাড়িতে যাওয়ার সময় তৃণমূলকর্মীদের ওপর হামলা চালানো হয়। হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন এক তৃণমূলকর্মী। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও, তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপি পাল্টা দাবি করেছে, তৃণমূল নিজেদের মধ্য়ে গন্ডগোল করে অশান্তি পাকানোর চেষ্টা করছে।
তুফানগঞ্জে বিজেপি কর্মীর উপর হামলা
মাথাভাঙাতেও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। টাকা ও মোবাইল ছিনতাইয়েরও অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।অন্যদিকে, আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত তুফানগঞ্জে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাজ্য সড়ক করে বিক্ষোভ দেখায় বিজেপি।
শুধু রাজনৈতিক ক্ষমতা বিন্যাসের পরিবর্তন নয় একইসঙ্গে পাল্টে গেছে রাজনৈতিক সংস্কৃতি। এখন কোচবিহারের রাজনীতি মানেই হিংসা,সন্ত্রাস। কখনও তৃণমূল বনাম তৃণমূল আবার কখনও তৃণমূল বনাম বিজেপি। বাম শিবিরের অভিযোগ ছিল,' এই হিংসা হানাহানি পুরোটাই পরিকল্পিত। এখানে বাম শক্তিকে অপ্রাসঙ্গিক করে রাখার কৌশল হিসেবে এই কূট চিত্রনাট্য তৈরি করা হয়েছে।'
হিংসার রাজনীতির প্রসঙ্গ তুলেই বামেরা এখানে প্রচার করেছে প্রতিপক্ষের বিরুদ্ধে : নিশীথ
পাল্টা নিশীথ প্রামাণিক বলেছিলেন, হিংসার রাজনীতির প্রসঙ্গ তুলেই বামেরা এখানে প্রচার করেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।সন্ত্রাসের প্রসঙ্গ তুলে প্রচার করছে কংগ্রেসও। কিন্তু কংগ্রেস এখানে বামেদের জন্য অস্বস্তির কাঁটা। বাম-কংগ্রেস সুসম্পর্কের আবহে এখানে, গোঁ ধরে কংগ্রেস প্রার্থী দেওয়ায় অসন্তোষ বাম শিবিরে। যদিও কংগ্রেস প্রার্থী এখানে প্রচার করছেন বামেদের সুরেই। সেই হিংসা-সন্ত্রাসমুক্ত কোচবিহার গড়ার প্রতিশ্রুতি দিয়ে।
আরও পড়ুন, কোচবিহারে পেট্রোলের দর কমল ৭৯ পয়সা, কলকাতায় কত ?
কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী
কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতীশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী।কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬।