Lok Sabha Polls 2024: 'আগে জল দিন, তারপর ভোট', প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বাঁকুড়া BJP প্রার্থী সুভাষ সরকার
Agitation Against Bankura BJP Candidate: ভোট প্রচারে গিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার..
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভোট প্রচারে (Vote Campaign) গিয়ে বিক্ষোভের মুখের ঘটনা প্রথম নয়। রাস্তার পিচ রাতারাতি উঠে যাওয়া হোক, কিংবা কাজ হয়নি কিছুই, ভোটে জিতে নেতাদের টিকিটুকুও দেখা মেলেনি, এমন অভিযোগ অলিগলিতে। এমন কি তারকা প্রার্থী হলেই যে ছাড় মিলবে এমনটা নয়। ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন খোদ শতাব্দী রায়ও। তালিকায় রয়েছেন সায়নী ঘোষও। এবার শাসক দলের পাশাপাশি মহিলাদের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুভাষ সরকার (BJP Candidate Subhash Sarkar)। জলের দাবি নিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন তিনি। জলের সমস্যায় জন্য রাজ্য সরকারের (West Bengal Govt) দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপি প্রার্থী। ভোটের সময় গ্রামে গেলে মানুষ ক্ষোভ দেখাবে কটাক্ষ তৃণমূলের (TMC)।
ভোট প্রচারে গিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মঙ্গলবার বাঁকুড়ার বড়কুড়্যা গ্রামে হুড খোলা জিপে প্রচার করার সময় সুভাষ সরকারের গাড়ি আটকে গ্রামের মহিলার পানীয় জল নিয়ে ক্ষোভ দেখান। গ্রামের মানুষ কেন জল পাবেন না আগে জল দিন তারপর ভোট, এমনই দাবি করতে থাকেন গ্রামের মহিলারা। গ্রামের মহিলারা বলেন, গ্রামে মানুষ জল পাচ্ছেন না, পানীয় জলের তীব্র সংকট গ্রাম জুড়ে পানীয় জল কখন সেটায় তারা বুঝে উঠতে পারতেন না।
গ্রামের মানুষের অভিযোগ গ্রামে পৌঁছেছে নলবাহিত জলের পাইপ লাইন বাড়িতে বাড়িতে লাগানো হয়েছে জলের ট্যাপ কিন্তু এতকিছু হলেও খাবার জন্য জল এখন পৌঁছয়নি বড়কুড়্যা গ্রামের মানুষের দরজায়। গ্রামে নলকূপ থাকলেও সেইটাও অকেজো। এই ভরা গরমে পানীয় জল আনতে ছুটতে হচ্ছে দেড় কিমি দূরে যা গ্রামবাসীদের কাছে চরম সমস্যার কারন হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন, সন্দেশখালিতে পুলিশের ওপর হামলায় আটক ৩ জনই TMC নেতা
এদিন ওই গ্রামে প্রচারে গিয়েছিলেল বিজেপি প্রার্থী সুভাষ সরকার। প্রার্থীকে সামনে পেয়ে পানীয় জল নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামের মহিলারা৷ এনিয়ে বিজেপি প্রার্থীর দাবি, কেন্দ্র সরকার পানীয় জলের জন্য সব টাকা পাঠিয়ে দিলেও এই রাজ্যের সরকার সঠিক ভাবে তা রূপায়ন না করার জন্য মানুষজন সমস্যায় পড়ছেন। পানীয় জলের সমস্যার জন্য রাজ্য সরকারকে দায়ি করেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তৃণমূলের দাবি, পাঁচ বছরে উনি গ্রামের মানুষের অসুবিধার কথা এইসব খবর নেয়নি। এখন ভোট এসেছে ভোট চাইতে গেলে গ্রামের মানুষ ক্ষোভ দেখাবে এটায় স্বাভাবিক প্রতিক্রিয়া দিয়ে জানালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।