Lok Sabha Election 2024: 'তৃণমূলে থেকে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছেন ..', শুভেন্দুের বিরুদ্ধে বিস্ফোরক TMC প্রার্থী অরূপ
Arup Attacks Suvendu Subhas: শুভেন্দু-সহ গোটা অধিকারী পরিবারকে জোর নিশানা, বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরুপের নিশানা থেকে বাদ গেলেন না বিজেপি প্রার্থী সুভাষ সরকারও, কী বললেন তিনি ?
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: কয়লা ইস্যুতে শুভেন্দুকে আক্রমণ করলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী (Bankura TMC Candidate Arup Chakraborty)। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কয়লা কারবারে যুক্ত থাকার বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। কাঠগড়ায় তুললেন গোটা অধিকারী পরিবারকে। তবে এরই পাশাপাশি তিনি তুলোধনা করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকেও।
'কয়লা চক্রবর্তী'
মঙ্গলবার বাঁকুড়ার তালডাংরায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে সভা করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুভাষ সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে প্রতিদ্বন্দী অরুপ চক্রবর্তীকে 'কয়লা চক্রবর্তী' বলে কটাক্ষ করেছিলেন। বুধবার সেই সভারই পাল্টা সভা করে তৃণমূল। সেই সভা থেকে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী পাল্টা সুভাষ সরকার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন।
'অধিকারী পরিবার আগে কেরোসিনের ডিলার ছিল'
শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে অরুপ চক্রবর্তী বলেন, 'বিরোধী দলনেতা আমাকে কয়লা মাফিয়া বলেছেন। অধিকারী পরিবার আগে কেরোসিনের ডিলার ছিল। কিন্তু ১০ বছর ধরে তৃণমূল কংগ্রেসে লুটেপুটে খেয়ে এখন তিনি ৪ টি পেট্রোল পাম্পের মালিক, তাঁর কোটি কোটি টাকা। শুভেন্দু অধিকারী পরিবহণ মন্ত্রী থাকাকালীন এক হাজার কয়লা বোঝাই ট্রাক আটক করা হয়েছিল। কীসের বিনিময়ে এক মাস পরে ট্রাকগুলিকে ছেড়েছিলেন তিনি ? তার জবাব দিতে হবে।'
'২০০৫ সালের বিদ্যুৎ চুরির মামলায় অভিযুক্ত ছিলেন সুভাষ সরকার'
অরুপ চক্রবর্তী ২০০৫ সালে একটি বিদ্যুৎ চুরির মামলার প্রসঙ্গ টেনে বলেন,' ২০০৫ সালে তৎকালীন বিদ্যুৎ দফতরের আধিকারিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া আদালতে একটি মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত ছিলেন সুভাষ সরকার ও তাঁর ভাই। পরে তাঁরা জামিন নেন। অরুপ চক্রবর্তীর দাবী কোনো মামলার আসামী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারেন না। সুভাষ সরকারের প্রতিদ্বন্দিতা করার কোনো অধিকার নেই। আমি দয়া করে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছি। আমি চাইলে স্ক্রুটিনির দিনই তাঁকে ফেলে দিতে পারতাম।'
আরও পড়ুন, 'সন্দেশখালিতে সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা..', মুখ খুললেন দিলীপ
যদিও অরুপ চক্রবর্তীর এই মন্তব্যকে গুরুত্বই দিতে চাননি বাঁ কুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তাঁর দাবি, 'তৃণমূল প্রার্থী সব অবান্তর ও মিথ্যা কথা বলছেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।