Lok Sabha Election: 'সিনেমার ডায়লগ শুনব..', TMC প্রার্থী শতাব্দীর কাছে অনুরোধ যুবকের, জবাবে বললেন..
Birbhum Satabdi Vote Campaign: বীরভূমে TMC প্রার্থী শতাব্দীর কাছে অনুরোধ যুবকের, অনুরোধ রাখলেন শেষ অবধি শতাব্দী রায় ?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে চলছে জোরকদমে ভোটপ্রচার। এদিকে ঠিক এহেন মুহূর্তেই চারিদিকে প্রার্থীদের সামনে পেয়ে নানা অভিযোগ জানাচ্ছে এলাকার বাসিন্দারা। তবে ব্যাতক্রম আজ বীরভূমে। বীরভূম তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের (Satabdi Roy) কাছে সিনেমার ডায়লগ শুনতে অনুরোধ জানালেন এক স্থানীয় যুবক। যুবকের কথায়, 'সিনেমার ডায়লগ শুনব।'যদিও ক্ষুরধার জবাব বীরভূম তৃণমূল প্রার্থীর। অনুরোধ রাখলেন শেষ অবধি শতাব্দী রায় ?
মূলত আজ সন্ধ্যায় রামপুরহাট ১নং ব্লকে দখল বাটি গ্রামপঞ্চায়েতে শেরপুর গ্রামে একটি সভা করেন তিনি। সেখানেই ভিড়ে মাঝে এক যুবক বলেন, 'সিনেমার ডায়লক শুনব।' তখন শতাব্দী রায় বলেন, 'আমি তো এখানে সিনেমা করতে আসিনি,তাই না? যদি রাস্তা করতে চাও তাহলে ডায়লগ শুনতে চাইবে না। আর যদি ডায়লগ শুনতে চাও, তাহলে জলের জন্য লাইটের জন্য বলবে না।
যদিও এর আগে একাধিকবার ভোটপ্রচারে গিয়ে অভিযোগ-বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দীকেও। কেউ অভিযোগ জানালেন খারাপ রাস্তার, কারও অভিযোগ সরকারি বাড়ি না পাওয়া নিয়ে। বীরভূমে নলহাটি ২নং ব্লকের গোকুলপুর গ্রামে প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী রায়। ভোটের পর রাস্তা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তৃণমূল প্রার্থী।
বীরভূমে নলহাটি ২নং ব্লকের ন-পাড়া পঞ্চায়েতে গোকুলপুর গ্রামে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে, সুকৌশলে তা মেটানোর চেষ্টাও করেন তিনি। শতাব্দী রায় বলেন,৮০ লক্ষ টাকা স্যাংশন হয়েছে। ইলেকশনের জন্য টেন্ডার বন্ধ থাকে। তারপরে এই রাস্তাটা হবে। আপাতত যে কাদা আছে আমি প্রধানকে বলে দিচ্ছি যাতে মোরামের মতো ডাস্ট পাঠিয়ে দিয়ে রাস্তাটা মিনিমাম চলার মতো করতে পারে। সেটা করে দিচ্ছে।
আরও পড়ুন, প্রথম দফার ভোটে কমিশনের নজরে কোচবিহার, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ
বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'বীরভূমের মানুষ বলছে ও দিদি তোমার দেখা নাই রে। তোমার দেখা নাই। দিদি ভোটের সময় দেখা দিয়ে বলছেন, আমি আগামী সময়ে তোমাদের সব কাজ করব। 'বীরভূম থেকে একবার নয়, তিন তিনবার সাংসদ হয়েছেন শতাব্দী রায়। এবারেও তাঁকে প্রার্থী করেছে দল। ক্ষোভ-বিক্ষোভের পালা শেষে, এবারও কি তাঁকেই দুহাত ভরে ভোট দেবেন বীরভূমের ভোটাররা? উত্তর দেবে সময়ই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।





















