Lok Sabha Election 2024: ১০০ কোটি পার, রাজনৈতিক বিজ্ঞাপনে খরচের নিরিখে শীর্ষে BJP; পেছনে কোন কোন দল ?
Political Ads: নির্বাচনী লড়াইয়ে বাজিমাত করতে চেষ্টার কোনও খামতি রাখছে না কোনও রাজনৈতিক দলই।
নয়াদিল্লি : চলছে লোকসভা ভোট। চার দফা শেষ। এখনও বাকি তিন দফা। নির্বাচনী লড়াইয়ে বাজিমাত করতে চেষ্টার কোনও খামতি রাখছে না কোনও রাজনৈতিক দলই। মিছিল-সভা-সমাবেশ-পথসভা তো রয়েছেই। সঙ্গে ফ্ল্যাগ-ব্যানার-হোর্ডিংয়ের মাধ্যমে নিজেদের প্রার্থী পরিচিতি থেকে শুরু করে ক্ষমতায় এলে কী করতে চায় তারা সবই তুলে ধরছে রাজনৈতিক দলগুলি। আরও একটি উপায়ে আমজনতার কাছে পৌঁছে যেতে চাইছে তারা। এই মুহূর্তে দাঁড়িয়ে যা অন্যতম সেরা মাধ্যম। বিজ্ঞাপনী প্রচার। আর এই খাতে একদম শীর্ষে রয়েছে বিজেপি। নির্বাচনী প্রচার খাতে তারা সবার প্রথম ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। তাদের পরেই রয়েছে কংগ্রেস। শতাব্দী প্রাচীন এই দল এখনও পর্যন্ত প্রচারের খাতে খরচ করেছে ৬২ কোটি টাকার বেশি।
প্রথম পাঁচে রয়েছে কোন কোন দল ?
- বিজেপি- ১৩৫ কোটি টাকা
- কংগ্রেস- ৬২.১ কোটি টাকা
- ডিএমকে- ২৯.৫ কোটি টাকা
- ওয়াইএসআর কংগ্রেস পার্টি- ১৫ কোটি টাকা
- ভারত রাষ্ট্র সমিতি- ১২.১ কোটি টাকা
The ruling Bharatiya Janata Party (BJP) is the highest spender among Indian political parties on political ads and the first to surpass the ₹100 crore mark. Congress follows, having spent over ₹62 crore. Here's a look at the top 5 highest spenders.#PoliticalAds #GoogleAds… pic.twitter.com/LHzPeWI8wz
— ABP LIVE (@abplive) May 14, 2024
ইলেক্টোরাল বন্ড বিতর্ক -
এর আগে ইলেক্টোরাল বন্ড ঘিরে বিস্তর জলঘোলা দেখেছে দেশবাসী। প্রসঙ্গত, ভোটে কালো টাকার লেনদেন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে, ২০১৮ সালে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদি সরকার। কোনও ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলকে চাঁদা দিতে চাইলে, কিনতে হত নির্বাচনী বন্ড। রাজনৈতিক দলগুলি বন্ড ভাঙিয়ে নিলেও কে, কত টাকা দিয়েছেন, তা জানার অধিকার কারও ছিল না। উল্টে অনুদানকারীর জন্য মিলত ১০০ শতাংশ কর ছাড়ের সুবিধা। সুপ্রিম কোর্টে সরকার এও বলেছিল 'রাজনৈতিক দলগুলোর আর্থিক অনুদানের উৎস সম্পর্কে ভোটারদের কিছুই জানার অধিকার থাকতে পারে না।'
নির্বাচনী বন্ডে প্রাপ্ত চাঁদার অঙ্কে গোটা দেশের প্রথম স্থানে ছিল বিজেপি। তাদের ভাঁড়ারে ঢোকে ৬ হাজার ৬০ কোটি টাকা। বন্ড থেকে টাকা পাওয়ার নিরিখে দেশের মধ্য়ে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। লটারি কিং একাই তাদের দিয়েছে ৫৪২ কোটি টাকা। কর্পোরেটদের থেকে টাকা পাওয়ার নিরিখে তৃতীয় স্থানে চলে গেছে প্রায় ৫ দশক ধরে দেশ চালানো কংগ্রেস।
তথ্যসূত্র : এবিপি লাইভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।