Lok Sabha Election 2024: রাজ্য পুলিশে ক্ষোভ TMC প্রার্থীর! কেন রাগলেন বিশ্বজিৎ দাস?
Bongaon Election 2024: এর আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছিলেন বনগাঁর তৃণমূল প্রার্থী

কলকাতা: সকালে কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। তারপরে তাঁর নিশানায় রাজ্য পুলিশও। বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস দুর্ব্যবহারের অভিযোগ করেছেন রাজ্য পুলিশের এক অফিসারের বিরুদ্ধে।
'এক অফিসার আছেন। ২৬৩-গেঁড়াপোতা হাইস্কুল... মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন'-- ফোনে বলতে শোনা যায় তাঁকে। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, 'মহিলাদের সম্মান দিয়ে কথা বলতে হয়। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমি যেখানে জানাবার, সেখানে.. ঊর্ধ্বতন অফিসারদের জানিয়েছি। এভাবে মহিলাদের সঙ্গে অশোভন আচরণ করা ঠিক নয়। এখানে পুলিশের যে অফিসার ছিলেন দায়িত্বে তিনি করেছেন।'
এর আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ:
বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের অভিযোগ, তার সঙ্গে দুর্ব্য়বহার করেছেন কেন্দ্রীয় বাহিনী। এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়াতে দেখা যায় তাঁকে। অন্যদিকে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, তাঁর লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়, তাঁদের সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী।
সোমবার, বনগাঁ লোকসভা কেন্দ্রের বাগদা বিধানসভা এলাকার গেঁড়াপোতা হাইস্কুলে, মহিলা ভোটারদের সঙ্গে দুর্ব্য়বহারের অভিযোগ ওঠে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের থেকে এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান দলীয় প্রার্থী। বিশ্বজিৎ দাস বলেন, '২৬৩, ২৫৯, ২৬০-এ যে অফিসার অফিসার আছেন, তিনি কিন্তু মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।' তিনি আরও বলেন, 'অসভ্যতা মানে মহিলাদের গায়ে হাত দিচ্ছে। না, উল্টে মহিলাদের বলছে...মহিলা পুলিশ নিয়ে এসে...দেখুন সেন্ট্রাল ফোর্স এক জিনিস, কিন্তু আমার বেঙ্গল পুলিশ যদি এটা করে...আপনি ওকে এখান থেকে তুলে নিন।' পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।
পঞ্চম দফায় একাধিক অভিযোগ:
পঞ্চম দফার ভোটে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি সামনে এসেছে। ভোটের প্রথম চার ঘণ্টাতেই অভিযোগের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সকাল ১১ পর্যন্ত মোট ১ হাজার ৩৬টি অভিযোগ জমা পড়েছে। রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে মোট ২৩০টি অভিযোগ করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?





















