Lok Sabha Election 2024: সিপিএম এজেন্টকে 'মারধর' , ভোটের কয়েকঘণ্টা আগেই উত্তপ্ত দমদম লোকসভা কেন্দ্র
Dumdum Lok Sabha CPM Agent Attacked: বিরাটির বিশরপাড়ায় বাড়ি গিয়ে সিপিএম এজেন্টকে মারধর ও হুমকির অভিযোগ, অভিযোগের আঙুল কার দিকে ?
![Lok Sabha Election 2024: সিপিএম এজেন্টকে 'মারধর' , ভোটের কয়েকঘণ্টা আগেই উত্তপ্ত দমদম লোকসভা কেন্দ্র Lok Sabha Election 2024 Dumdum Lok Sabha Constituency Chaos CPM Agent attacked and allegation against TMC Bangla News Lok Sabha Election 2024: সিপিএম এজেন্টকে 'মারধর' , ভোটের কয়েকঘণ্টা আগেই উত্তপ্ত দমদম লোকসভা কেন্দ্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/f61feb8ce31d13b064d2d474715739261679912473177219_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ভোটের কয়েকঘণ্টা আগেই উত্তপ্ত দমদম লোকসভা কেন্দ্র (Dumdum Lok Sabha Constituency )। বিরাটির বিশরপাড়ায় সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ। বাড়ি গিয়ে সিপিএম এজেন্টকে মারধর ও হুমকির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএমের, অস্বীকার শাসক দলের।
আরও পড়ুন, নৌবাহিনীতে কর্মরত বাড়ির মালিক বাইরে, গভীর রাতে তালাবন্ধ ঘরে টর্চের আলো..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)