Election 2024:ভোট শেষেও 'অশান্ত'কোচবিহার, শীতলকুচিতে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Sitalkuchi EVM Loot:ভোট শেষেও কোচবিহারে অশান্তির শেষ নেই। শীতলকুচিতে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভোট (Election 2024) শেষেও কোচবিহারে অশান্তির (Coochbehar Chaos) শেষ নেই। শীতলকুচিতে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে গেলে তৃণমূলকর্মীদের উপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও ওঠে।
অভিযোগ...
ভোট শেষে অশান্তির অভিযোগ ওঠে তুফানগঞ্জেও। বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় ওই কর্মীকে। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। ঘটনা হল, ভোট শুরুর আগের রাত থেকে হিংসার আঁচ টের পেতে শুরু করেছিল কোচবিহার। গোসানিমারিতে তৃণমূলকর্মীকে হাঁসুয়ার কোপ বসানোর অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূলকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়। অভিযোগ, ভোটের আগের রাতে বুথ সভাপতির বাড়ি যাওয়ার সময় তৃণমূলকর্মীদের উপর হামলা চলে। ঘটনায়
বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ছিল। যদিও বিজেপি জানায়, নিজেদের মধ্যেই গন্ডগোল করে অশান্তি বাঁধাতে চাইছে তৃণমূল। এর পর খবর আসে, তুফানগঞ্জে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জের ওই ঘটনায় রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা।
এ যদি ভোটের আগের রাতের ছবি হয়, তা হলে ভোটের দিনের ছবিটাও কিছু কম নয়।
প্রথমে চান্দামারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা, তার পর মাথাভাঙায় ক্যাম্প বসানো নিয়ে বিজেপি-তৃণমূল হাতাহাতির অভিযোগ। অন্য দিকে, ভোট দিতে এসে শীতলকুচিতে চোখ ফাটে এক ভোটারের। এতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ভোট শুরুর আগে কোচবিহার শহরে এক প্রস্ত উত্তেজনা ছড়ায়। ১৮ নম্বর ওয়ার্ডের তোর্সার চর এলাকায় সিপিএম সমর্থককে ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারে মাথা ফেটে যায় বিজেপির বুথ সভাপতির। তালিকাটি নেহাত ছোট নয়।
নিশীথ প্রামাণিকের দাবি...
'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অবশ্য দাবি, 'প্রত্যেক বার এখানে ১০-১২ জনের মৃত্যু হয়। এবারের ভোটে এখানে কোনও মৃত্যু হয়নি', কোচবিহারে 'শান্তিপূর্ণ' ভোট হয়েছে বলতে গিয়ে এমনই দাবি করেন তিনি। আরও বলেন, 'ভোটে অশান্তির ঘটনা এবার হয়নি।' দিনভর সংবাদমাধ্যমের ক্যামেরায় কোচবিহারের চান্দামারি, সিতাইয়ের বালাডাঙ্গা এবং চামটা চোরখানার ছবি ধরা পড়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, 'ভোটকেন্দ্রে অশান্তির ঘটনা এবার হয়নি।'
আরও পড়ুন:বুথে ভুয়ো পোলিং এজেন্ট! ঘাড়ধাক্কা দিলেন পুলিশ পর্যবেক্ষক