Jayanta Roy: তীব্র গরমেই প্রচার, নিজেকে কী করে ফিট ও সুস্থ রাখছেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ?
Jalpaiguri : সকাল থেকেই শুরু হচ্ছে প্রচারপর্ব। কখনও রোড শো তো কখনও বাড়ি বাড়ি গিয়ে জন সংযোগ চলছে দিনভর।
অরিত্রিক ভট্টাচার্য, জলপাইগুড়ি : আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ। মানুষের মন জয় করতে দিন-রাত এক করে ছুটতে হচ্ছে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়কে (Jalpaiguri BJP Candidate Jayanta Roy)। নিজেকে সুস্থ রাখতে নজর দিতে হচ্ছে খাওয়া দাওয়ার দিকেও। বাড়ির খাবার ও পরিমিত আহারই জয়ন্ত রায়ের ফিট থাকার ইউএসপি।
চিকিৎসকের পেশা ছেড়ে রাজনীতিতে এসেছেন বেশ কিছু বছর হয়ে গেল। ২০১৯ সালের পর ২০২৪ সালের ভোটেও জলপাইগুড়িতে জয়ন্ত রায়ের ওপরেই ভরসা রেখেছে বিজেপি। ভোটের দিন যত এগোচ্ছে ততই বাড়ছে প্রচারের তেজ। মানুষের মন জয় করতে গলি থেকে রাজপথ চষে ফেলছেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী। সকাল থেকেই শুরু হচ্ছে প্রচারপর্ব। কখনও রোড শো তো কখনও বাড়ি বাড়ি গিয়ে জন সংযোগ চলছে দিনভর। নিজে চিকিৎসক তাই প্রচারের ঝক্কি সামলে শরীর সুস্থ রাখতে জোর দিচ্ছেন পরিমিত আহারে৷
চা, বিস্কুট দিয়ে দিনের শুরু করেন জয়ন্ত রায়। তারপর থাকে বাড়িতে তৈরি রুটি, সবজি। নিরামিষ খাবার পছন্দ করেন। তবে প্রচারের মাঝে বেশিরভাগ দিনই খেতে হচ্ছে কোনও না কোনও কর্মীর বাড়িতে। সেখানে আমিষও খেয়ে নেন বিজেপি প্রার্থী। সাধারণভাবে দুপুরের পাতে থাকে - ভাত, ডাল, বোরোলি মাছ ভাজা, শাক, সবজি, মাছের তরকারি ও টক দই। বিজেপি প্রার্থী বলছেন, "কখনো কখনো খাবার সময়ও পাচ্ছি না। আমি মূলত নিরামিষ পছন্দ করি। সেরকম নির্দিষ্ট কিছু নয়। ইলিশ মাছ ভাল লাগে।"
প্রচার সারতে সারতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে। বিকেলে বিজেপির চিকিৎসক প্রার্থীর টিফিন চা, বিস্কুট। রাতের খাবার মূলত বাড়িতেই খান। দিনভর প্রচারের পর সামান্য রুটি সবজি দিয়েই রাতের খাওয়া সারেন প্রার্থী।
পুষ্টিবিদরা বলছেন, ভাতে থাকে প্রচুর ক্যালোরি ও শর্করা। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। ছোট মাছে থাকে প্রোটিন, ক্যালসিয়াম। রুটিতে থাকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম। তার শক্তিতেই সারাদিন দৌড়ে বেড়ান বিজেপি প্রার্থী।
এই কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের জন্য জনসভা করে গিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্য দিকে, তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় পরিচিত মুখ। আর বাম-কংগ্রেস জোটের প্রার্থী দেবরাজ বর্মনও প্রচারে খামতি রাখছেন না। উত্তরবঙ্গের এই লোকসভা আসনে, আগামী ১৯ এপ্রিল অর্থাৎ প্রথম দফাতেই ভোট। এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এখনও পর্যন্ত এতে সম্ভাব্য জয়ী বিজেপির জয়ন্ত রায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।